West Bengal Weather Update : সন্ধ্যা হলেই কালবৈশাখী, স্বস্তিতে বঙ্গবাসী

author img

By

Published : May 15, 2022, 7:05 AM IST

bengal weather

দক্ষিণ ও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের (West Bengal Weather Update) ৷ আগামী দু'দিন আবহাওয়া এমনই থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর ৷

কলকাতা, 15 মে : অশনির হাত ধরেই বঙ্গে কালবৈশাখীর প্রবেশ ঘটেছে বলা যায় ৷ সূর্য ডুবলেই বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টিতে নাকাল হচ্ছে দক্ষিণবঙ্গ । যদিও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির ঝাপটায় ভ্যাপসা গরম থেকে রক্ষা ৷ সোমবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Rain Possibility in All Over West Bengal)। তারপর ধীরে ধীরে বৃষ্টির দাপট কমবে ।

রবি এবং সোমবার উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । এখন প্রশ্ন হল এই কালবৈশাখীর হাত ধরে বঙ্গে কি বর্ষার প্রবেশ ত্বরান্বিত হবে ? হাওয়া অফিস বলছে আন্দামানে বর্ষা প্রবেশের সাতদিন পরে দক্ষিণ ভারতের কেরালায় বর্ষা আসে । বঙ্গে বর্ষার প্রবেশ কবে তার সঠিক দিশা জানা যায়নি । তবে কয়েক সপ্তাহ আগে দাবদাহে জ্বলতে থাকা বঙ্গে সান্ধ্যকালীন ঝড়-বৃষ্টি যে গরমের দাপটে রাশ টানছে তা বলাই বাহুল্য ।

শনিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । রবিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । সন্ধ্যায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস । দিনের তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে ।

আরও পড়ুন : Summer Skin Care Tips: সান ট্যানকে বলুন বাই বাই, দেখুন কিছু ঘরোয়া উপায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.