Partha Claims Innocence: কোনও বেআইনি কাজ করিনি, আলিপুর আদালতে ফের নিজেকে নির্দোষ দাবি পার্থর
Published: Mar 16, 2023, 8:04 PM


Partha Claims Innocence: কোনও বেআইনি কাজ করিনি, আলিপুর আদালতে ফের নিজেকে নির্দোষ দাবি পার্থর
Published: Mar 16, 2023, 8:04 PM
কোনও বেআইনি কাজ করেননি বলে ফের আদালতে দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Claims Innocence)৷ আজ তাঁকে আলিপুর আদালতে (Alipore court) পেশ করা হয় ৷
কলকাতা, 16 মার্চ: আলিপুর আদালতে (Alipore court) ফের নিজেকে নির্দোষ বলে দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তিনি বলেন, "আমি নিয়োগকর্তা নই, মন্ত্রী । আমি কোনও বেআইনি কাজকে সমর্থন করিনি, করবও না । বোর্ড চলে নিজস্ব বিধি এবং আইনের দ্বারা ।" পাশাপাশি নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটি তাঁকে যে সমস্ত নথি দিত, তাতে স্বাক্ষর করা ছাড়া তাঁর কোনও ভূমিকা ছিল না বলেও তিনি দাবি করেছেন (Partha Claims Innocence)।
বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) বন্দি পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ 13 জনকে আলিপুর আদালতে পেশ করা হয় । আগামী 23 মার্চ পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলার শুনানি রয়েছে । তার আগে তিনি বিচারকের সঙ্গে কথা বলার আর্জি জানিয়েছেন ৷ পার্থ বিচারকের উদ্দেশে বলেন, "কিছু কথা বলতে চাই, পাঁচ মিনিট সময় দিন ৷"
দুদিন আগে ব্যাঙ্কশাল আদালতে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ইশারায় প্রেমালাপ নিয়ে সংবাদ মাধ্যমে খবর হয়েছিল । যদিও অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে এ দিন একটি কথাও বলতে শোনা যায়নি প্রাক্তন শিক্ষামন্ত্রীকে । পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলার শুনানি রয়েছে আগামী 23 মার্চ । ওই দিন আদালতে কথা বলতে চেয়ে আর্জি জানিয়েছেন তিনি । পাঁচ মিনিটের জন্য যেন তাঁকে কথা বলতে দেওয়া হয়, সেই আর্জি জানিয়েছেন পার্থ ।
আরও পড়ুন: জামিনের আবেদন ভুলে চোখের ইশারাতেই শুনানি কাটল পার্থ-অর্পিতার
সিবিআইয়ের তদন্তকারী অফিসার প্রদীপ ত্রিপাঠীকে এ দিন চূড়ান্ত ভর্ৎসনা করেন আলিপুর বিশেষ আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায় । সিবিআই বেআইনি আবেদন করেছে বলে জানান তিনি । পাশাপাশি সিবিআইয়ের উদ্দেশে বিচারকের প্রশ্ন, "বিচারপ্রক্রিয়া শুরু হলে, আপনাদের নথি টিকবে তো ?" সূত্রের খবর, এ দিন আলিপুর আদালতে ঘনিষ্ঠ মহলে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, "আমি কোনও দোষ করিনি । ফিরহাদ হাকিম আমাকে না চিনলেও আমি তাঁর পুরো পরিবারকেই চিনি ।"
