Partha-Arpita Custody: পুজোর মরশুম জেলেই কাটবে পার্থ-অর্পিতার, পড়তে পারেন জেরার মুখেও

author img

By

Published : Sep 29, 2022, 10:44 AM IST

Partha and Arpita Jail Custody

23 অগস্ট নাকতলা বাড়ি থেকে ইডির হাতে গ্রেফতার হল প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ এরপর গ্রেফতার হন তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত দু'জনের পুজো এবার জেলেই কাটবে (SSC Recruitment Scam) ৷

কলকাতা, 29 অক্টোবর: পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের আবেদন ফের খারিজ করল নগর দায়রা আদালতের বিশেষ সিবিআই আদালত । 31 অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত । জেলে থাকাকালীন তাঁদের জিজ্ঞাসাবাদও করতে পারবে ইডি, নির্দেশে জানান হয়েছে ।

বুধবার এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে আইনজীবী আগের মতোই দাবি করেন, প্রাক্তন মন্ত্রীর বাড়ি থেকে কোনও টাকা উদ্ধার হয়নি । আর তিনি একজন প্রৌঢ় এবং তাঁর শারীরিক সমস্যা রয়েছে ৷ নিয়মিত চিকিৎসা করতে হয় । আরেকদিকে অর্পিতার দাবি, তিনি কোটি কোটি টাকার বিষয়ে কিছু জানেন না । যদিও প্রায় নগদ 50 কোটি টাকা তাঁর বাড়ি থেকে পাওয়া গিয়েছে ।

এর আগে ইডির তরফে 19 সেপ্টেম্বর নগর দায়রা আদালতে চার্জশিট পেশ করা হয় ৷ তারা জানিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 'অপা'-র কাছ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যে প্রায় 103 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে । বিভিন্নি দিক খতিয়ে দেখে তদন্তকারীদের অনুনান উদ্ধার হওয়া টাকার পরিমাণ আরও বেড়ে 150 কোটিতে পৌঁছনোর সম্ভাবনা আছে । ইডির চার্জশিটে 40 টিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট ও ছ'টি কোম্পানির খোঁজ পাওয়া গিয়েছে ।

পার্থ ও অর্পিতার নামে থাকা কোম্পানিগুলি-
1. অপা ইউলিটিস প্রাইভেট লিমিটেড
2. ইচ্ছে এন্টারটেন্ট
3. সিম বায়োসিস
4. অনন্ত ট‍্যাস্কফ‍্যাব
5. সেন্টি ইঞ্জিনিয়ারিং
6. ভিউ মোড় হাইরাইজ

ইডির তরফে আরও জানানো হয়, স্কুলে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগে যে বৃহৎ ষড়যন্ত্র হয়েছিল, তাতে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সায় না থাকলে, এত বড় স্ক্যাম সম্ভব নয় । পাশাপাশি তাঁর বেআইনি অর্থ বিষয়ে সব জানতেন ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায় । তাঁদের আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন । আদালত সব পক্ষের বক্তব্য শুনে পার্থ-অর্পিতার জেল হেফাজতের মেয়াদ 31 অক্টোবর পর্যন্ত করার নির্দেশ দেন ।

আরও পড়ুন: এত টাকা একসঙ্গে কখনও দেখিনি, পার্থর ‘অর্থের পাহাড়’ নিয়ে কটাক্ষ মিঠুনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.