BJP New State Committee : চলতি সপ্তাহেই বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণার সম্ভাবনা

author img

By

Published : Nov 24, 2021, 10:18 AM IST

bjp

বেশ কিছু কারণে থমকে রয়েছে বিজেপির নতুন রাজ্য কমিটির তালিকা প্রকাশ ৷ নামের তালিকা নিয়ে রাজ্য নেতৃত্ব ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন ৷ কমিটিতে নতুন মুখ আসার সম্ভাবনা বেশি বলে সূত্রের খবর ৷

কলকাতা, 24 নভেম্বর : বিজেপির নতুন রাজ্য কমিটি (BJP New State Committee) নিয়ে দিল্লিতে শুরু দড়ি টানাটানি । তবে এ সপ্তাহেই নতুন রাজ্য কমিটি ঘোষণা হতে পারে বলে বিজেপি সূত্রে খবর ।

বঙ্গ বিজেপি ও আরএসএসের (New State Committee of BJP) মধ্যে রাজ্য কমিটি নিয়ে সহমতে না আসা ও সঙ্ঘের বেশ কিছু আপত্তিই নতুন কমিটি ঘোষণা দেরি হওয়ার কারণ বলে সূত্রের খবর ৷ 2021-এর নির্বাচনে বাংলায় বিজেপির ভরাডুবির পর তৃণমূল থেকে আসা কোনও নেতার উপরই ভরতে করতে চাইছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । মূল কমিটিতে আরএসএস (RSS) ঘনিষ্ঠদেরই জায়াগা দিতে চাইছে তারা । তবে চলতি সপ্তাহে এই জট কেটে যাবে বলে দিল্লি সূত্রে খবর ।

সোমবার রাতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) দিল্লি গিয়েছেন । বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীও দিল্লিতে রয়েছেন । সেখানে তাঁরা বাংলার নতুন রাজ্য কমিটির তালিকা জমা দিয়েছেন । এ ব্যাপারে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষেরও (Dilip Ghosh) মতামত নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব । দিল্লির তালিকা নিয়ে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ, সুকান্ত মজুমদার ও অমিতাভ চক্রবর্তী একসঙ্গে বসে নতুন কমিটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে খবর । এই বিষয়ে বাংলায় আরএসএসের প্রধান রমাপদ পালেরও মতামত নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । এছাড়াও বাংলা আরএসএসের পক্ষ থেকে একটি তালিকাও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : RSS : রাজ্য বিজেপির উপর আর ভরসা নয়, বঙ্গ গৈরিকীকরণের সব দ্বায়িত্ব এবার সংঘের

সূত্রের খবর, বিজেপির বর্তমান পাঁচজন সাধারণ সম্পাদকের মধ্যে তিনজনই বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে । তা হলে এই জায়গায় কি নতুন মুখ আসতে চলেছে নাকি সঙ্ঘের প্রাক্তন কোনও প্রচারককে সাধারণ সম্পাদকের পদে জায়গা দেওয়া হবে তাই এখন দেখার ৷

2021-এর নির্বাচনের ভরাডুবির পরই আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ) নতুন মুখই বেশি চাইছে । পশ্চিমবঙ্গে 2026 সালের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে নবীন প্রজন্মের নেতাদের জায়গা দেওয়ার সম্ভবনা রয়েছে । তেমনই অভিজ্ঞতা সম্পন্ন নেতাদেরই নতুন কমিটিতে রাখতে চাইছেন সুকান্ত মজুমদার ।

এই বিষয়ে দিল্লি থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষের সঙ্গে দেখা করার সময় চেয়েছি । তাই দুই শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করব । এছাড়া দিল্লির সাংসদের কিছু কাজ আছে ।"

আরও পড়ুন : Municipality Election : কলকাতা ও হাওড়া পৌরনিগম ভোটে নির্বাচনী কমিটি গঠন বিজেপির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.