Mithun Chakraborty: 'বাংলার ইমেজ ফাটাফাটি, দুর্নীতি ও হিংসায় নাম্বার ওয়ান', কটাক্ষ মিঠুনের

author img

By

Published : Nov 23, 2022, 12:57 PM IST

Mithun Chakraborty

আগামী বছর পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) ৷ তার আগে এখন থেকেই জেলা সফর শুরু করছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ৷ তিনি 2021 সালে বিজেপিতে (BJP) যোগ দিয়েছেন ৷

কলকাতা, 23 নভেম্বর: মঙ্গলবার শহরে পৌঁছন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) গ্রাম বাংলায় প্রচার করবেন তিনি ৷ ভোট প্রচারের উদ্দেশ্যে মঙ্গলবার রাতেই আসানসোলের উদ্দেশ্যে রওনা দেন মিঠুন । বুধবার থেকেই তাঁর জেলা সফর শুরু ৷ যাওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি ।

এই মুহূর্তে রাজ্যের বাইরের মানুষের কাছে বাংলার ভাবমূর্তি প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় মিঠুনকে ৷ তিনি বলেন, "বাংলার ইমেজ ফাটাফাটি । টপ গিয়ারে চলছে । সবকিছুতে নাম্বার ওয়ান । দুর্নীতিতে নাম্বার ওয়ান, হিংসায় নাম্বার ওয়ান । বাঙালি হিসেবে আগে বাইরে একটা গর্ব বোধ হত, এখন কোথায় যেন সেটা একটা টলোমলো অবস্থা । পশ্চিমবঙ্গ যে জায়গায় পৌঁছেছে আমি জানি না কীভাবে তা আবার ফিরবে !"

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের একাধিক জায়গা থেকে বোমগুলি উদ্ধারের ঘটনা ঘটছে ৷ এ প্রসঙ্গে মিঠুন বলেন, "ইতিহাস পড়লে বুঝবেন এগুলো হলো ইঙ্গিত। হিটলারকে দেখুন, স্ট্যালিনকে দেখুন, মুসোলিনিকে দেখুন ।"

বুধবার থেকেই জেলা সফর শুরু মিঠুনের

মনে করা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গ্রাম বাংলায় মিঠুনের জনপ্রিয়তাকে ব্যবহার করতে চাইছে বিজেপি ৷ তিনি আশায় বিজেপি কর্মীরা কতটা উজ্জীবিত হবে সেই প্রসঙ্গে মিঠুন বলেন, "আমি চাই এক শতাংশ হলেও তারা উজ্জীবিত হোক । আমি তো আর তাদের মারামারি করতে বলবো না । আমি হিংসার বিরুদ্ধে । আমি আমার কর্তব্য করব । আমি আমার লড়াইয়ের কথা সবার কাছে বলব ।" পঞ্চায়েত ভোটের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, "এগুলো পার্টি ঠিক করবে । আমাকে কিছু নির্দিষ্ট কাজ দেওয়া হয়েছে আমি সেগুলো করবো ।"

আরও পড়ুন: পঞ্চায়েতের প্রচারে বিজেপির বাজি মহাগুরু, জেলা সফরের জন্য কলকাতায় মিঠুন

বাংলায় বিজেপির ভবিষ্যৎ প্রসঙ্গে প্রশ্ন করা হলে জবাবে মিঠুন বলেন, "একটাই পার্টি আঠারোটা রাজ্য চালাচ্ছে । ভারতবর্ষে বিজেপি ছাড়া কোন বিকল্প নেই । একটা প্রোপাগান্ডা তৈরি করা হয়েছে যে বিজেপি মুসলমান বিরোধী । এটা সত্যি নয় । আমাকে হিন্দু এবং মুসলমান উভয়েই ভালোবেসেছে, তাই আমি এত বড় স্টার হতে পেরেছি । এটা মুসলমানদের ভয় দেখানোর একটা পলিসি যে বিজেপি এলে আপনাদের তাড়িয়ে দেবে । আপনার কাছে যদি আধার কার্ড এবং ভোটার কার্ড থাকে তাহলে কারো ক্ষমতা নেই আপনাকে এই ভারতবর্ষ থেকে বার করার ৷ বিজেপি মানে মুসলমান বিরোধী নয় । আমি মুসলমান ভাইদেরকে হাতজোড় করে বলছি, এই ধারণা দূর করুন । বিজেপি এলে আপনাদের ভালো হবে, আর বাকি যারা যারা আপনাদের বলছে এসব কথা, তারা আপনাদের ব্যবহার করেছে এবং আগামীতেও করবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.