ETV Bharat / state

'তৃণমূলের আসন কমলে বিজেপির অত্যাচার বাড়বে', দেগঙ্গা থেকে সংখ্যালঘুদের বার্তা মমতার

Mamata Banerjee: আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের ভোট কাটার চেষ্টা করা হচ্ছে ৷ এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সংখ্যালঘুদের সাফ জানিয়ে দিলেন, বিজেপির হয়ে কাজ করছে এমন দলের কাউকে যেন ভোট না দেন বঙ্গবাসী ৷

ETV Bharat
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : December 28, 2023 at 6:58 PM IST

Choose ETV Bharat
দেগঙ্গায় দলীয় সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা

দেগঙ্গা, 28 ডিসেম্বর: সংখ্যালঘুদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ এদিকে দেশজুড়ে রাজনৈতিক উত্তাপও ঊর্ধ্বমুখী ৷ এই পরিস্থিতিতে বৃহস্পতিবার উত্তর 24 পরগনার দেগঙ্গায় দলীয় সভা থেকে বঙ্গের সংখ্য়ালঘুদের বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির আসন সংখ্যা তৃণমূলের থেকে বেশি হলে তা ভালো হবে না, সচেতন করলেন তৃণমূল সুপ্রিমো ৷

এদিন চাকলার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কোনও সাম্প্রদায়িক বিভেদকারীর কথা শুনে এমন কাউকে ভোট দেবেন না, যারা বিজেপির টাকায় ঘোঁট পাকাচ্ছে ৷ আর তারা এইসব করছে তৃণমূলের ভোট কাটার জন্যই ৷" রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, লোকসভা ভোটে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপি ৷ তবে সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে প্রধান প্রতিপক্ষ আইএসএফ ৷

তিনি আরও বলেন, "কয়েকজন বসন্তের কোকিল এসেছেন ৷ তাঁরা এলাকায় এলাকায় ধর্মীয় সভা করার নাম করে ঘুরে তৃণমূলের ভোট কাটার চেষ্টা করছেন ৷ সংখ্যালঘু বন্ধুরা সাবধান, মনে রাখবেন আপনাদের নিরাপত্তা সুনিশ্চিত করেছি আমরাই ৷ আর্থ-সামাজিক ব্যবস্থা আমরাই করেছি ৷ যাঁরা বিজেপির টাকা নিয়ে ভাঁওতা দিচ্ছেন, তাঁদের কথায় ভুলে গেলে সমস্যা বাড়বে ৷"

ধর্ম প্রসঙ্গে মমতা বলেন, "মনে রাখবেন ধর্ম আলাদা, রাজনীতি আলাদা ৷ সব ধর্মকে আমরা ভালবাসি ৷ তবে বাংলাকে তৃণমূলের হাতেই রাখতে হবে ৷" লোকসভা ভোটে বিজেপির আসন সংখ্যা তৃণমূলের থেকে বেশি হলে রাজ্যবাসী সমস্যার মুখে পড়বে বলে সচেতন করেন তিনি ৷

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "বাংলায় তৃণমূল আসন কম পেলে বিজেপির অত্যাচার আরও বাড়বে ৷ বিভিন্নভাবে অত্যাচার হবে ৷ সিএএ থেকে শুরু করে এনআরসি সবকিছুই চাপিয়ে দেওয়া হবে ৷ আমি এখনও মনে করি, নাগরিকত্বের বিষয়টি ডিএমদের হাতে ছেড়ে দিলে মানুষের উপকার হবে ৷ যাঁরা এখনও নাগরিকত্ব পাননি, তাঁরা ডিএমদের হাতে ছেড়ে দিন ৷ তাঁরাই দেখে নেবেন ৷ নির্বাচনের আগে খবরদারি করার কী দরকার ?" তিনি আরও বলেন, "মনে রাখবেন, আমরা যতদিন আছি, আপনাদের কেউ কোনও ক্ষতি করতে পারবে না ৷ আমরা আপনাদের পাহারাদার ছিলাম, আছি, থাকব ৷"

সাগরদিঘি উপ-নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেই রাজনৈতিক মহলে সংখ্যালঘু ভোট নিয়ে চর্চা শুরু হয়েছে ৷ রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, সংখ্যালঘু সমাজের একাংশ সাম্প্রতিক সময়ে তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ৷ যদিও রাজ্যের শাসকদল এ কথা সরাসরি স্বীকার করেনি ৷ বরং তাদের পাল্টা দাবি, সংখ্যালঘু মানুষের সমর্থন তাদের সঙ্গেই রয়েছে ৷ কিন্তু সংখ্যালঘু সমাজের সমর্থন নিয়ে তৃণমূল যে দুশ্চিন্তায় রয়েছে, তার একটা বহিঃপ্রকাশ এদিন তৃণমূল নেত্রীর কথায় ঘটেছে বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল ৷

আরও পড়ুন:

  1. বিজেপিকে হারাতে দেশে ‘ইন্ডিয়া’ জোট আর বাংলায় একা তৃণমূল, মমতার বার্তায় নয়া জল্পনা
  2. কোনও ঝগড়া বরদাস্ত নয়, তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়াবার্তা মমতার
  3. মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্ধ মেলা চালু করতে এসে গোষ্ঠী কোন্দলে বিপাকে মন্ত্রী অরূপ !