Locket Chatterjee : বাম আমালে চিরকুট, তৃণমূল আমলে নোট দিয়ে স্কুল সার্ভিসে নিয়োগ করা হয়, কটাক্ষ লকেটের

author img

By

Published : May 19, 2022, 9:41 PM IST

Locket Chatterjee news

এসএসসি ইস্য়ুতে বামফ্রন্ট ও তৃণমূলের সমালোচনা করলেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee Criticized) ৷ মন্তব্য় করলেন নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলের সিবিআই দফতরে হাজিরা দেওয়া নিয়ে ৷

কলকাতা, 19 মে : বাম আমালে চিরকুট দিয়ে, তৃণমূল আমলে তো নোট দিয়ে স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ করা হয় । বৃহস্পতিবার তৃণমূলকে এভাবেই কটাক্ষ করলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee Criticized) ৷

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের জনসভায় অভিযোগ করেন, বাম আমলে চিরকুট দিয়ে টাকা নিয়েছে । তার প্রশ্নের উত্তরে লকেট চট্টোপাধ্যায় এই মন্তব্য করেন । তিনি আরও বলেন, "নোটে নোটে নোটাক্কার হয়ে যায় । যেমন বাম, সেই রকম তৃণমূল । একই প্ল্য়াটফর্মের মধ্যে দাঁড়িয়ে আছে । যেকটা বামে ছিল । এখন সেই কটা তৃণমূলে আছে ।"

আরও পড়ুন : Locket on Partha Paresh: পার্থ-পরেশকে বহিষ্কার করা উচিত মুখ্যমন্ত্রীর: লকেট

বৃহস্পতিবার নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডল সিবিআই দফতরে হাজিরা দিয়ে এসএসকেএম হাসপাতালে যান । এই প্রশ্নের উত্তরে লকেট চট্টোপাধ্যায় বলেন, "আস্তে আস্তে নেতা-মন্ত্রীর ডাক পড়ছে । আগে কোনও শরীর খারাপ ছিল না । তাঁরা সিবিআইয়ের ভয়েই হাসপাতালে যাচ্ছেন । আর মন্ত্রীদের মুখে কালি পড়ে গিয়েছে । তাই তাঁর মন্ত্রীদের চাপা দিতেই মুখ্যমন্ত্রী বিজেপিকে আক্রমণ করছে । সিবিআই-কে বলব সমস্ত বিষয়ে উপযুক্ত তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে ।"

এসএসসি ইস্য়ুতে বামফ্রন্ট ও তৃণমূলের সমালোচনায় লকেট চট্টোপাধ্যায়

ছাত্রছাত্রীরা মাতঙ্গিনী হাজরা মূর্তির সামনে অবস্থানে বসে । আর আজ একজন ছাত্রী পুলিশের সামনে আত্মহত্যা করতে যান । এই প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, "দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে । তাঁদের কথা শোনাই হচ্ছে না । এরা এত পিছনের দরজা দিয়ে লোক নিয়োগ করেছে । তাই আগামিদিনের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কোথায় । তাই তারা বাধ্য হয়ে পুলিশের সামনে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে । ছাত্রছাত্রীদের সঙ্গে বসে একটা সুরাহা করা হোক ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.