Kunal Ghosh : দোষী সাব্যস্ত হয়েও আদালতের কাছে 'গুডবয়' কুণাল

author img

By

Published : May 13, 2022, 5:59 PM IST

Kunal Ghosh news

2014 সালের 13 নভেম্বর জেলবন্দি কুণাল ঘোষের আত্মহত্যার মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করল আদালত (court did not punish Kunal Ghosh) ৷ কিন্তু আদালত কুণাল ঘোষকে কোনও শাস্তি দেয়নি ৷ অর্থাৎ জেল বা কোনও জরিমানা করেনি ৷

বিধাননগর, 13 মে : 2014 সালের আত্মহত্যার মামলায় কুণাল ঘোষকে আদালত দোষী সাব্যস্ত করলেও কোনও শাস্তি দেওয়া হল না ৷ তাঁর বিরুদ্ধে 309 ধারায় যে মামলা ছিল সেই মামলায় আদালত দোষী সাব্যস্ত করেছে তাঁকে (court did not punish Kunal Ghosh) ৷ আদালতের বক্তব্য়, সেই সময় জেল এবং পুলিশের তরফ থেকে যথাযথ নিরাপত্তা দেওয়ার ব্য়বস্থা দেওয়ার কথা ছিল কিন্তু তা হয়নি । সেই কারণে আদালত দোষী সাব্যস্ত করেও কুণাল ঘোষকে কোনও শাস্তি দেয়নি ৷ কোনও জরিমানাও করেনি ৷ আদালত জানিয়েছে, তিনি একজন সমাজে সাংবাদিক হিসাবে প্রতিষ্ঠিত এবং সম্ভ্রান্ত পরিববারের ছেলে, সেই জায়গায় দাঁড়িয়ে সমাজ আরও বেশি কিছু আশা করেন তাঁর কাছ থেকে । এই বিষয়টি নিয়ে কুণাল ঘোষকে ভাবনাচিন্তা করার কথা জানিয়েছে ।

এদিন কুণাল ঘোষের উদ্দেশে বিধান নগর এমপি এমএলএ কোর্টের বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য জানান, শুধু ওঁকে বলব এই সিদ্ধান্ত ঠিক ছিল না । আপনি যে লড়াই করছেন করুন । যত অবসাদই হোক, আত্মহত্যায় সমস্যার সমাধান হয় না । আপনি বিশিষ্ট সাংবাদিক । প্রতিষ্ঠিত পরিবারের সন্তান । আপনার কাছ থেকে সমাজ অনেক কিছু আশা করে । আপনি মামলা আইনে লড়ুন এবং কাজ চালিয়ে যান ।

আত্মহত্যার মামলা শাস্তি হল না কুণাল ঘোষের

আরও পড়ুন : Kunal Ghosh tests Covid Positive : করোনায় আক্রান্ত কুণাল ঘোষ হাসপাতালে ভর্তি

2014 সালের 13 নভেম্বর জেলবন্দি কুণাল ঘোষের বিরুদ্ধে আত্মহত্যার অভিযোগ আনা হয় ৷ ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন ৷ জেল কর্তৃপক্ষ অবশ্য় জানায় এরকম কোনও ঘটনা ঘটেনি ৷ চিকিৎসকরা জানান, পেটের মধ্যে ঘুমের ওষুধ পাওয়া যায় ৷ সেই মামলারই আজ রায়দান হল । মামলায় জেল ও পুলিশের কড়া সমালোচনা করে আদালত । কুণাল ঘোষের প্রাণহানির আশঙ্কা ছিল । খুনও হতে পারতেন । যথাযথ নিরাপত্তা ছিল না তাঁর ।

2013 সালের 29 নভেম্বর সারদা মামলায় গ্রেফতার হয়েছিলেন কুণাল ঘোষ ৷ সেদিনও তিনি বলেছিলেন, তিনি নির্দোষ ৷ আর 8 বছর পর আত্মহত্যার মামলার রায়দানের দিনও তিনি বলেন, "আমি নির্দোষ ৷ বৃহত্তর ষড়যন্ত্রের শিকার হয়েছি আমি ৷ সেদিন যারা বলেছিলেন আমি পাগল, নাটক করছি ৷ আজ প্রমাণিত হল আমি পাগল নই, আমি নাটক করিনি।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.