Kunal Ghosh : আগরতলার এনসিসি থানায় গিয়ে অসুস্থ কুণাল ঘোষ, পরে অবস্থার উন্নতি

author img

By

Published : Sep 21, 2021, 1:26 PM IST

Updated : Sep 21, 2021, 2:39 PM IST

কুণাল ঘোষ

আগরতলায় তৃণমূল যুব কংগ্রেসের নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে খোয়াই থানায় বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তখন তাঁর সঙ্গে সেখানে ছিলেন কুণাল ঘোষ । সেই সূত্রে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আজ ডেকে পাঠায় খোয়াই থানা ।

কলকাতা ও আগরতলা, 21 সেপ্টেম্বর : মঙ্গলবার দুপুরে ত্রিপুরার রাজধানী আগরতলায় গিয়ে অসুস্থ হয়ে পড়লেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । তিনি আজ সকালে আগরতলা গিয়েছিলেন ৷ জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল ত্রিপুরা পুলিশ ৷ সেইমতো আজ খোয়াই থানায় হাজিরা দিতে যান তিনি । তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, প্রথমে কুণালবাবুকে খোয়াই থানায় হাজিরা দিতে বলা হলেও পরে তাঁকে এনসিসি থানায় ডাকা হয় । এনসিসি থানাতে হাজিরও হন কুণালবাবু । বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয় তাঁকে ৷ এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷

আগরতলায় তৃণমূল যুব কংগ্রেসের নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে খোয়াই থানায় বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তখন তাঁর সঙ্গে সেখানে ছিলেন কুণাল ঘোষ । সেই সূত্রে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আজ ডেকে পাঠায় খোয়াই থানা ।

কুণালবাবুর অসুস্থতার খবর পেয়েই সেই বেসরকারি হাসপাতালে তড়িঘড়ি যান তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা রাজ্য সভাপতি আশিসলাল সিং এবং পার্টির রাজ্যসভার সদস্য শান্তনু সেন । শান্তনুবাবু নিজেও কুণালবাবুর স্বাস্থ্য পরীক্ষা করেন। এই বিষয়ে ইটিভি ভারত ত্রিপুরা তৃণমূলের রাজ্য সভাপতি আশিসলাল সিংয়ের সঙ্গে যোগাযোগ করে ৷ তিনি বলেন, ‘‘কুণালবাবুর রক্তচাপ এবং রক্তে শর্করার লেভেল ওঠানামা করার ফলেই সাময়িকভাবে অসুস্থ হন। এখন সুস্থ আছেন ৷’’

18 সেপ্টেম্বর একটি টুইট করে খোয়াই থানায় পুলিশের সমনের নোটিসটি পোস্ট করেন কুণাল ৷ লেখেন, "ত্রিপুরার খোয়াই পুলিশ স্টেশনের নোটিস পেয়েছি ৷ সমস্ত অভিযোগ ভিত্তিহীন ৷ ওরা আমাদের হেনস্তা করতে চাইছে ৷ থানার ওসি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ 5 জনের বিরুদ্ধে ৷ আমি এই নোটিস অনুযায়ী ব্যবস্থা নেব ৷ আইনি লড়াই চলবে ৷ তদন্তকারী অফিসারকে জিজ্ঞাসাবাদের ভিডিয়ো রেকর্ডিংয়ের কথা জানাব ৷"

আরও পড়ুন, Kunal Ghosh :অভিষেক-কুণালের বিরুদ্ধে মামলার নোটিস পাঠাল ত্রিপুরার খোয়াই থানা

চিঠিতে জানানো হয়েছিল, খোয়াই থানার ওসি মনোরঞ্জন দেববর্মা (Manoranjan Debbarma) স্বতঃপ্রণোদিত ভাবে (suo-moto) কুণাল ঘোষ-সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷ এই নোটিসের চিঠি হাতে পাওয়ার 10 দিনের মধ্যে এই 5 জনকে খোয়াই থানায় হাজিরা দিতে হবে ৷ সেখানে অভিযোগের ভিত্তিতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে ৷ সেইমতো আজ হাজিরা দেন কুণাল ঘোষ ৷

Last Updated :Sep 21, 2021, 2:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.