দুর্গাপিতুরি লেনে শুরু বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ

author img

By

Published : Sep 9, 2019, 5:56 PM IST

Updated : Sep 9, 2019, 7:36 PM IST

দুর্গাপিতুরি লেনে বিপজ্জনক বাড়িগুলি ভেঙে ফেলার কাজ শুরু হল । যে বাড়িগুলির মালিক NOC-তে সই করেছে, সেই বাড়িগুলিই ভাঙা হচ্ছে বলে খবর।

কলকাতা, ৯ সেপ্টেম্বর : KMRCL-এর তত্ত্বাবধানে দুর্গাপিতুরি লেনে বিপজ্জনক বাড়িগুলি ভেঙে ফেলার কাজ শুরু হল । সংশ্লিষ্ট বাড়ির মালিকরা ইতিমধ্যেই নো অবজেকশন (NOC) কাগজে সই করে দিয়েছে । ইতিমধ্যেই পৌরনিগমের তরফে দুর্গাপিতুরি লেনের আরও কয়েকটি বাড়িকে বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে । তবে যে বাড়িগুলির মালিক NOC-তে সই করেছে, সেই বাড়িগুলিই ভাঙা হচ্ছে বলে খবর ।

১১/১ দুর্গাপিতুরি লেনের লাহা বাড়ি দিয়েই শুরু হয়েছে বাড়ি ভাঙার কাজ । এরপর বাকি বাড়িগুলিও ভাঙা হবে । আজ সকালে ভাঙার আগে ম্যান লিফটারের মাধ্যমে বাড়িগুলিতে ঢুকে বেশকিছু জিনিস নিয়ে আসেন মালিকরা ।

এই সংক্রান্ত খবর : ফের বউবাজারে ভেঙে পড়ল ক্ষতিগ্রস্ত বাড়ি

ক্ষতিগ্রস্ত বাড়িগুলি একের পর এক ভেঙে পড়ায় বিপদ আরও বাড়ছে । একটি বাড়ি ভেঙে পড়লে তার পাশের বাড়িটির ভেঙে পড়ার সম্ভাবনা আরও বেশি বেড়ে যায় । ফলে এই লেনের প্রায় সব বাড়িই ক্রমশ কমবেশি বিপজ্জনক হয়ে উঠছে । তাই কোনওরকম দুর্ঘটনা এড়াতেই বিপজ্জনক বাড়িগুলি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

এই সংক্রান্ত খবর : বউবাজার দুর্ঘটনা : ক্ষতিগ্রস্ত পরিবারপিছু 5 লাখ দেবে মেট্রো

আজ সকালেই পরিদর্শনে এসেছিলেন ইঞ্জিনিয়াররা । CESC-র তরফে ইতিমধ্যেই বাড়িগুলি থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে । রয়েছেন পৌরকর্মীরাও । বিপর্যয় মোকাবিলা আধিকারিক ও পুলিশ-প্রশাসনের নজরদারিতেই চলছে কাজ ।

Intro:দুর্গা পিতুরি লেনে বাড়ি ভাঙার কাজ শুরু হল। বিপদজনক বাড়িগুলোতে ভেঙে ফেলার সিদ্ধান্ত আগেই হয়েছিল। দুর্গা পাতুরি লেনের প্রায় পাঁচটি বাড়িতে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাড়ির মালিকরা নো অবজেকশন কাগজে সই করে দেয়। পুরো নিগাম থেকে দুর্গাপিতুরি লেনের বেশ কয়েকটি বাড়িতে বিপদজনক বলে চিহ্নিত করেছে। যে বাড়ি গুলিতে বাড়ির মালিক নো অবজেকশন জানিয়েছেন শুধুমাত্র সেই পাঁচটি বালিকে ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


Body:কে এম আর সি এল এর তত্ত্বাবধানে এই বাড়ি ভাঙার কাজ চলছে। 11/1 দুর্গাপিতুরি লেনের লাহা বাড়ি দিয়েই প্রথম ধাপে বাড়ি ভাঙার কাজ আজ থেকে শুরু হলো। এর পর পর্যায়ক্রমে বাকি বাড়িগুলো ভাঙ্গা হবে। আজ সকালেও ম্যানচেস্টারের মধ্যে দিয়ে বাড়িতে প্রবেশ করে বাড়ির মালিক কিছু কিছু মাল উদ্ধার করার চেষ্টা করেন। ক্ষতিগ্রস্ত বাড়িগুলি একের পর এক ভেঙে পড়ায় বিপদ আরো বেড়ে চলেছে। একটি বাড়ি ভেঙে পড়লে তার পাশের বাড়িটি ভেঙে পড়ার সম্ভাবনা আরো বেশি বেড়ে যায়। তাইজুল কা পিকচার লেনের কমবেশি প্রায় সব বাড়ি এখন বিপদজনক হয়ে উঠেছে। তাই যে কোনো রকমের দুর্ঘটনা এড়াতে আগাম সতর্কতামূলক এই বিপদজনক বাড়ি গিয়ে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


Conclusion:11/1, 13 A ,14, 14/1 A, 14/1h দুর্গা পিতুরী লেনের এই বাড়িগুলি ভেঙে ফেলার জন্য ইতি মধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। এরপর ক্রমশ সবকটি বাড়ি ভাঙ্গা হবে। সকাল থেকেই ইঞ্জিনিয়াররা পরিদর্শন করেছেন বাড়িগুলি ভাঙার আগে। সিএসসি তরফ থেকে বাড়ি গুলিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। পুর কর্মীরাও ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন ঘটনা স্থানে। ডিজাস্টার ম্যানেজমেন্ট পুলিশ প্রশাসনের নজরদারিতে এই ভাঙ্গার কাজ চলছে।
Last Updated :Sep 9, 2019, 7:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.