KMC on Dengue: ডেঙ্গি দমনে প্রতিটি মণ্ডপে নজরদারির নির্দেশিকা জারি পৌরনিগমের

author img

By

Published : Sep 19, 2022, 5:50 PM IST

Updated : Sep 19, 2022, 6:38 PM IST

KMC issues guidelines in every pandal during durga puja for surveillance to control dengue

ডেঙ্গি দমনে (Dengue) প্রতিটি মণ্ডপে নজরদারির নির্দেশিকা জারি (Guidelines) করল কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷

কলকাতা, 19 সেপ্টেম্বর: কলকাতায় ডেঙ্গি-ম্যালেরিয়ার পরিস্থিতি সংকটজনক, তা ইতিমধ্যেই জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) । পরিস্থিতি মোকাবিলায় তিনি একটি বিশেষ বৈঠকও করেন কাউন্সিলরদের নিয়ে । তাতেই মণ্ডপে নজরদারি সংক্রান্ত একটি আবেদন রেখেছিলেন মেয়র পারিষদ সদস্য দেবাশিস কুমার । সেই আবেদন মেনেই এবার কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের তরফে প্যান্ডেলে নিয়মিত নজরদারি করার নির্দেশিকা জারি করা হল (KMC to Durga Puja Pandals) । এই নির্দেশ দিয়েছেন কলকাতা পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMHO) সুব্রত রায়চৌধুরী ।

সম্প্রতি ডেঙ্গি পরিস্থিতি নিয়ে পৌরনিগমের অধিবেশন কক্ষেই কাউন্সিলরদের নিয়ে বৈঠক হয় । সেখানে বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন ফিরহাদ । তিনি জানান, মানুষকে আরও সচেতন হতে হবে । পাশাপাশি পরিস্থিতি হাতের বাইরে যাতে না যায়, তাই তড়িঘড়ি কাউন্সিলরদের নিজ নিজ ওয়ার্ডে নামার নির্দেশ দেন তিনি । কী কী করনীয় তা নিয়ে বলেন স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ (MIC Health) অতীন ঘোষ (Atin Ghosh) ।

অনেক কাউন্সিলর এই বৈঠকে তাঁদের ওয়ার্ডে ডেঙ্গি মোকাবিলায় নানা সমস্যার কথা তুলে ধরেন । সেই সময় দেবাশিস কুমার (Debasish Kumar) বলেন, "মাঠে বা রাস্তায় সমস্ত এখন মণ্ডপ । সেখানে কোনও নজরদারি হচ্ছে না । কেউ যাচ্ছে না । তখন মেয়র পারিষদ স্বাস্থ্য বলেন, "তাহলে একটা টিম প্রতি ওয়ার্ডে তৈরি করা হবে ৷ যারা শুধুই মণ্ডপগুলোর পরিস্থিতির নজরদারি করবেন নিয়মিত ।"

আরও পড়ুন: কলকাতার ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ, মানলেন ফিরহাদ

সেইমতো মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরী নির্দেশিকায় জানিয়েছেন, প্রতি ওয়ার্ডে দু'জন বা একজন ভেক্টর কন্ট্রোল কর্মী থাকবেন ৷ যাঁরা শুধুমাত্র মণ্ডপে নজর রাখবেন । কোথাও যাতে মশা ডিম পাড়ার উপযুক্ত পরিবেশ না হয় সেটা দেখতে হবে । যদি কোথাও লার্ভা হয় তবে নিয়ম মেনে তা ধ্বংস করতে হবে ।

আরও পড়ুন: কলকাতার ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ, মানলেন ফিরহাদ

Last Updated :Sep 19, 2022, 6:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.