West Bengal Weather Update : রেশ কাটছে অশনির ; দক্ষিণবঙ্গে কমছে বৃষ্টি, ফিরছে গরম

author img

By

Published : May 13, 2022, 7:22 AM IST

Friday Weather Update

ঝড়-বৃষ্টির পালা মোটামুটি শেষ ৷ তাই ফিরছে গরম ৷ উত্তরবঙ্গে বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে ফিরছে ভ্যাপসা গরম (West Bengal Weather Update) ৷

কলকাতা, 13 মে : শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় অশনি আগেই দূর্বল হয়ে পড়েছিল । অতি গভীর নিম্নচাপ দুর্বল হয়ে বৃহস্পতিবার সকালেই সাড়ে পাঁচটায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে (West Bengal Weather Update)। পরবর্তী সময়ে তা আরও শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপ হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে । ফলে রাজ্যে কোনও সর্তকতা নেই । তবে সমুদ্রের উপরে হাওয়ার গতিবেগ বেশি থাকবে । তাই 12 থেকে 15 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হচ্ছে ।

উত্তরবঙ্গে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে এবং আগামী 5 দিন উত্তরবঙ্গের উপরের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । উপরের যে পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং,আলিপুরদুয়ার,কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলির বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা । বৃষ্টি একটু বেশি হবে আলিপুরদুয়ার এবং কোচবিহারে । উত্তরবঙ্গে আবহাওয়ার পরিবর্তন না হলেও দক্ষিণবঙ্গে ফিরছে ভ্যাপসা গরম ৷

আরও পড়ুন : গরমে রোগ জ্বালা থেকে মুক্তি পেতে চান ? রইল সহজ কিছু টিপস

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে । ফলে কখনও মেঘ কখনও রোদ । শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে ৷ 24 ঘন্টা পর থেকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে । কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ইতিমধ্যে ভ্যাপসা গরমের ইঙ্গিত মিলেছে । বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা 32.8 ডিগ্রি সেলসিয়াস ছিল যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম ৷ শুক্রবার আংশিক মেঘলা আকাশ থাকবে । সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে । সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রির আশেপাশে থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.