West Bengal Weather Forecast : মেঘলা আকাশ, বৃষ্টি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়

author img

By

Published : Nov 23, 2021, 7:23 AM IST

Partly cloudy sky in Kolkata

ফের বৃষ্টি হতে পারে রাজ্যের উত্তর ও দক্ষিণের কয়েকটি জেলায় ৷ তবে তা হালকা এবং সাময়িক ৷ বুধবার থেকে রাজ্যে নামবে তাপমাত্রা (Winter in Bengal), জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (Regional Meteorological Centre, Alipur) ৷

কলকাতা, 23 নভেম্বর : ঠাণ্ডা আর গরম মিশিয়ে একটা মিশ্র আবহাওয়া রয়েছে কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে । এর মধ্যে ফিরতে পারে বৃষ্টি । আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী 2-3 দিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাগুলিতে বৃষ্টি হতে পারে ৷ বাদ যাবে না দক্ষিণবঙ্গও ৷ আজ ও কাল ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর আর বাঁকুড়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে (IMD Kolkata weather forecast) ৷

মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের পূর্বাভাস দিয়েছে আবাহওয়া অফিস । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 21.2 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দু'টিই বৃদ্ধি পাওয়ায় গরম অনুভব হচ্ছে ৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 94 শতাংশ এবং 43 শতাংশ ৷

আরও পড়ুন : Horoscope for 23rd November: প্রিয়জনের সঙ্গে দারুণ দিন কাটবে বৃষ রাশির জাতক-জাতিকাদের, অন্যদের ভাগ্যে কী রয়েছে...

আজ কলকাতা ও তৎসংলগ্ন অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না, 32 ডিগ্রি সেলসিয়াস এবং 21 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে ৷

তাহলে শীত কি দূরের অতিথি ? হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে ঠাণ্ডা পড়তে পারে রাজ্যে । বৃষ্টির পর আসবে শীতের আমেজ । বুধবার থেকে নামবে পারদ । আবহাওয়া অফিসের অনুমান তাপমাত্রা প্রায় 15 ডিগ্রির নিচে নামতে পারে । উত্তুরে হাওয়া বইবে জেলাগুলোতে । হাওয়ার দাপট বাড়বে বুধবার এবং পরবর্তী দিনগুলোতে । সপ্তাহের শনি ও রবিবার তাপমাত্রা বেশ কিছুটা কমে যেতে পারে । সব মিলিয়ে সাময়িক বিরতির পরে স্বমহিমায় শীত ক্রিজে নামবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.