Higher Secondary Examination: শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা, স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিরেক্টরের ব্যবস্থা

author img

By

Published : Mar 14, 2023, 11:11 AM IST

Updated : Mar 14, 2023, 1:14 PM IST

Etv Bharat

আজ থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher secondary examination has been started)৷ কড়া নিরাপত্তায় শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ চলবে 1টা 15 মিনিট পর্যন্ত ৷

শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা

কলকাতা, 14 মার্চ: মঙ্গলবার থেকে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা । সকাল 10টা থেকে শুরু পরীক্ষা ৷ চলবে বেলা 1টা 15 মিনিট পর্যন্ত ৷ এবার পরীক্ষা ঘিরে একাধিক ভাবনা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের । কলকাতার হেয়ার স্কুলে একাধিক স্কুলের সিট পড়েছে উচ্চমাধ্যমিকের । সেখানে কড়া নিরাপত্তার ঘেরাটোপে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে । কোনও পরীক্ষার্থী ইলেকট্রনিক গ‍্যাজেট যাতে কেন্দ্রে নিয়ে না-যেতে পারে সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে । ট্রান্সপারেন্ট জলের বোতল, বোর্ড, স্কেল নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে পরীক্ষার্থীরা (HS Exam 2023) ।

এবার আরও একটি উল্লেখযোগ্য বিষয়, পরীক্ষার্থীদের কাছে এটিই প্রথম বড় পরীক্ষা (Higher Secondary Examination Started) । কারণ তারা করোনার জেরে মাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি । ফলে জীবনে প্রথম বড় পরীক্ষায় অংশ নিচ্ছেন তাঁরা । এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় নিরাপত্তার জন্য নতুন কিছু পদ্ধতি অবলম্বন করা হয়েছে । যে 206টি স্পর্শকাতর কেন্দ্র আছে ৷ এই সমস্ত কেন্দ্রে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং হবে । তবে এই 206টি মধ্যেও অতি স্পর্শকাতর কেন্দ্রগুলোতে আর এফডিএর সাহায্যে চেকিং হবে । যদি কোনও পরীক্ষার্থীর কাছে মোবাইল বা ইলেকট্রনিক কোনও জিনিস পাওয়া যায় তবে তার পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর বাতিল হয়ে যাবে ।

আরও পড়ুন : উচ্চমাধ্য়মিকের দিনগুলিতে হাওড়া-শিয়ালদা শাখায় লোকাল ট্রেনের অতিরিক্ত স্টপেজ

এই বছর উত্তরপত্রে বদল এসেছে । প্রতিবছর পরীক্ষার্থীদের উত্তরপত্রের দুটি ভাগ থাকত, পার্ট 1 ও পার্ট 2 । পার্ট 1- মূলত লিখতে হত ছোট প্রশ্নের উত্তর । এরপর এর 2টি অংশকেই একসঙ্গে বেঁধে দেওয়া । তবে এবার আর তা নয় । এই বছর একটাই উত্তরপত্র পাবেন পরীক্ষার্থীরা । সেখানেই পার্ট 1 ও 2 এর উত্তর লিখে খাতা জমা দেবেন সকল পরীক্ষার্থী । যার ফলে বাড়তি লেখা যাবে না ।

Last Updated :Mar 14, 2023, 1:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.