Kaliachak Forced Conversion : কালিয়াচকে জোর করে ধর্মান্তরিত, সিবিআই-কে রিপোর্ট তলবের নির্দেশ হাইকোর্টের

author img

By

Published : May 19, 2022, 9:58 PM IST

Kaliachak Forced Conversion news

কালিয়াচকে এক মহিলা ও তাঁর স্বামীকে জোর করে ধর্মান্তরিত করার ঘটনায় মালদার এসপি-কে 21 জুন রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট (Investigate Forced Conversion of Kaliachak) । পাশাপাশি সিবিআই ও এনআই-কে এই ব্যাপারে তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

কলকাতা, 19 মে : মালদার কালিয়াচকে জোর করে ধর্মান্তকরণের ঘটনায় মালদার এসপি-কে 21 জুন রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Investigate Forced Conversion of Kaliachak)। পাশাপাশি ওই এলাকা যেহেতু সীমান্তবর্তী সেই কারণে সিবিআই ও এনআই-কেও এই ব্যাপারে তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হল ।

অভিযোগ ছিল, কলাবতী মণ্ডল নামে এক মহিলা ও তাঁর স্বামীকে জোর করে হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করার জন্য বাধ্য করা । এলাকার অন্যান্য হিন্দু পরিবারের উপরেও চাপসৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ । কিন্তু কালিয়াচক থানার ওসি-কে এই ব্যাপারে অভিযোগ জানালেও তিনি গ্রহণ করেননি । বিচারপতি রাজা শেখর মান্থা পুরো বিষয়টি শোনার পর সিবিআই ও এনআই-কে পুরো ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন । সীমান্তবর্তী এলাকা হওয়ায় সেখানে বেআইনি অস্ত্র পাচার বা মাদক চোরাচালানের বিষয়ের সঙ্গে কোনও যোগসাজস আছে কি না, সে বিষয়েও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ।

জোর করে ধর্মান্তরিত করার ঘটনায় হাইকোর্টের নির্দেশ

আরও পড়ুন : গণবিবাহের নামে ধর্মান্তরিত করা হচ্ছিল আলিপুরদুয়ারে, মুখ‍্যমন্ত্রী জানেন : সৌরভ

কয়েকদিন আগেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেন, কালিয়াচক থানার এক অফিসার এলাকার হিন্দু পরিবারকে মুসলিম ধর্ম গ্রহণের জন্য জোরজবরদস্তি করছেন । এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীকেও বিঁধে ছিলেন তিনি । পাশাপাশি ভারতীয় সংবিধানের 25 নং ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার সুরক্ষিত আছে বলেও উল্লেখ করেন ৷ প্রয়োজনে তারা এই বিষয়ে আন্দোলনে সামিল হওয়ার কথাও জানিয়েছিলেন । তারপরই বুধবার কলাবতী মণ্ডল নামে এক মহিলা হাইকোর্টে মামলা দায়ের করেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.