Tripura Heritage House : হেরিটেজ হাউজকে মাল্টি স্টোরেজ বিল্ডিং বানানোর সম্মতি, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

author img

By

Published : May 19, 2022, 11:05 PM IST

Tripura Heritage House news

হেরিটেজ ভবন ত্রিপুরা হাউজকে মাল্টি স্টোরেজ বিল্ডিং বানানোর সম্মতি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট (HC orders CBI investigate into consent to construct building)। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা ৷

কলকাতা, 19 মে : বালিগঞ্জ সার্কুলার রোডের হেরিটেজ ভবন "ত্রিপুরা হাউজ"-কে মাল্টি স্টোরেজ বিল্ডিং বানানোর সম্মতি দেয় কলকাতা পৌরনিগম ৷ কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট (HC orders CBI investigate into consent to construct building)। বিচারপতি অমৃতা সিনহা বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন । বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, হেরিটেজ হাউজকে মাল্টি স্টোরেজ বিল্ডিং বানানোয় সম্মতি দেওয়ার পিছনে টাকা লেনদেন হয়ে থাকতে পারে । সেই কারণে সিবিআই-কে এই বিষয়ে তদন্ত করার নির্দেশ দেওয়া হচ্ছে ।

2018 সালে ত্রিপুরা হাউসের পাশে শিরোমণি আবাসনের বাসিন্দারা হাইকোর্টে মামলা করেছিলেন হেরিটেজ হাউজ নষ্ট করে মাল্টি স্টোরেজ বিল্ডিং বানানো হচ্ছে । বাসিন্দাদের দাবি ছিল, কলকাতা পৌরনিগমের আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে হেরিটেজ ভবন ধবংস করে এই বিল্ডিং বানানো হচ্ছে । আদালত সূত্রে খবর, ত্রিপুরা ভবনের জায়াগায় নতুন 22টি বাড়ি বানানো হয়েছে ।

আরও পড়ুন : মধুসূদন দত্তের হেরিটেজ বাড়িতে প্রমোটার চক্র, ঐতিহ্য রক্ষার আশ্বাস প্রশাসনের

এই 22টি বাড়ির মালিক এবং যাঁরা বানিয়েছেন তাঁদেরকে প্রত্যেকটা বাড়ির জন্য 1 কোটি টাকা করে ব্যাঙ্কে ডিপোজিট করার নির্দেশ দিয়েছেন বিচারপতি । অর্থাৎ মোট 44 কোটি টাকা জমা করতে হবে । এর মধ্যে কলকাতা পুরসভার উদ্যান দফতরের নামে 22 কোটি এবং সুন্দরবন উন্নয়ন পর্ষদের নামে 22 কোটি টাকা ব্য়াঙ্কে ডিপোজিট করার নির্দেশ দেওয়া হয়েছে 15 জুনের মধ্যে । এই নির্দেশ অমান্য করলে পুরসভা আইন মাফিক ব্যবস্থা নিতে পারবে ।

হাইকোর্টের এই নির্দেশের পরই হেরিটেজ কমিটির চেয়ারম্যান শিল্পী শুভাপ্রসন্ন ও তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্য়ায় সমস্যায় পড়তে পারেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল । কারণ সম্মতি না থাকলে এইভাবে হেরিটেজ হাউজের জায়গায় বিল্ডিং নির্মাণ সম্ভবই হত না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.