KMC to Claim Compensation মেট্রোর কাজের জেরে নিকাশির জিআরপি লাইনিংয়ে ফাটল, ক্ষতিপূরণের দাবি করবে কর্পোরেশন

author img

By

Published : Aug 23, 2022, 6:53 AM IST

KMC Claim Compensation

মেট্রোর কাজের জেরে খিদিরপুরের জালা লেনে নিকাশি পাইপ লাইনের জিআরপি লাইনিংয়ে ফাটল ৷ ক্ষতিপূরণ চেয়ে মেট্রো কর্তৃপক্ষকে চিঠি দিতে চলেছে নিকাশি বিভাগ (GRP Lining of Sewers Cracked due to Metro Work) ৷

কলকাতা, 23 অগস্ট: জোকা-বিবাদী বাগ মেট্রোর কাজের জেরে এবার খিদিরপুরের জালা লেনে নিকাশি পাইপ লাইনের জিআরপি লাইনিং ফেটে গিয়েছে । এমনটাই দাবি কর্পোরেশন সূত্রে (GRP Lining of Sewers Cracked due to Metro Work) । বড় অঙ্কের ক্ষতির আশঙ্কা করছে কলকাতা কর্পোরেশনের নিকাশি বিভাগ । ফলে মঙ্গলবার ক্ষতিপূরণ চেয়ে মেট্রো কর্তৃপক্ষকে চিঠি দিতে চলেছে নিকাশি বিভাগ, খবর কলকাতা কর্পোরেশন সূত্রে ।

বেশ কয়েক বছর আগে ইস্ট-ওয়েস্ট মেট্রো বিপর্যয় দেখেছে বউবাজার । এখনও সেই রেশ কাটেনি । ধসে পড়েছে একের পর এক বাড়ি । এবার বিপত্তি জোকা-বিবাদী বাগ মেট্রোর কাজে । কয়েকমাস আগেই নিকাশিনালায় জিআরপি লাইনিং করা হয়েছে খিদিরপুর এলাকায় । এবার মেট্রোর কাজের জেরে ফেটে গেল সেই জিআরপি লাইনিং । বর্ষার মরসুমে নিকাশির লাইনিং ফেটে যাওয়াতে সমস্যার মুখে পড়ার তীব্র আশঙ্কা করছে নিকাশি বিভাগ । তাই দ্রুত মেরামতির জন্য ক্ষতিপূরণ চেয়ে এদিনই মেট্রো কর্তৃপক্ষকে চিঠি পাঠাচ্ছে নিকাশি বিভাগ ।

আরও পড়ুন: এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রোর কাজে সবচেয়ে জটিল অংশ বউবাজার, স্বীকার করল কেএমআরসিএল

জানা গিয়েছে, সোমবার মেট্রোর কাজ চলাকালীন খিদিরপুর জালা লেনে নিকাশি লাইনে জিআরপি লাইন ফেটে যায় । মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং সংবাদমাধ্যমকে জানান, কিছু মাস আগে ওই নিকাশি নালার জিআরপি লাইনিং করা হয়েছে । কোটি কোটি টাকা খরচ করে লাইনিং করতে হয় । মেট্রোর কাজে সেটি নষ্ট হয়ে গিয়েছে । মেট্রোর কাছে ক্ষতিপূরণ চেয়ে চিঠি পাঠানো হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.