Firing at Amherst Street : আমহার্স্ট স্ট্রিটে গুলি, আহত ব্যবসায়ী

author img

By

Published : Jan 12, 2022, 5:38 PM IST

Updated : Jan 12, 2022, 5:54 PM IST

Firing at Amherst Street

বালিগঞ্জের পর উত্তর কলকাতা ৷ তিনদিনের মাথায় ফের শহরে চলল গুলি ৷ উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার কেশব চন্দ্র সেন রোডে (Firing at Amherst Street) এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় উত্তেজনা এলাকায় ।

কলকাতা, 12 জানুয়ারি : ফের শহরে গুলি । বালিগঞ্জের পর এবার গুলি চলল উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার কেশব চন্দ্র সেন রোডে (Amherst Street fire)। লালবাজার সূত্রের খবর, এই ঘটনায় দীপক দাস নামে এক ব্যবসায়ীর গুলি লেগেছে । গুরুতর আহত অবস্থায় তাঁকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে । সেখানেই তাঁর চিকিৎসা চলছে ।

তিনদিন আগে 9 জানুয়ারি বালিগঞ্জ থানা এলাকায় এক ব্যবসায়ীর অফিসে গুলি চালানোর ঘটনা রেশ কাটতে না-কাটতেই এবার উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় চলল গুলি ৷ ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ ও কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিক । এলাকায় বসেছে পুলিশ পিকেট ।

আরও পড়ুন : Shot fired at Ballygunge : বালিগঞ্জে চলল গুলি, তদন্তে পুলিশ

এলাকার ব্যবসায়ী দীপক দাস দীর্ঘদিন ধরে প্রমোটিং কারবারের সঙ্গে যুক্ত । বারাসতেও তাঁর একাধিক ব্যবসা আছে বলে জানিয়েছে লালবাজার । বুধবার বিকেল চারটে নাগাদ দীপক দাস যখন আমহার্স্ট স্ট্রিট এলাকার কেশব চন্দ্র সেন রোডে নিজের অফিস থেকে বেরোচ্ছিলেন ঠিক সেই সময় দু'টি ব্যক্তি এসে গুলি ছুড়তে থাকে । যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি কলকাতা পুলিশ । রাস্তার এবং সংশ্লিষ্ট অফিসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে লালবাজারের গুন্ডা দমন শাখার আধিকারিকরা ।

পুলিশ সূত্রের খবর, প্রমোটিং বিভাগকে কেন্দ্র করেই এই গুলির ঘটনা ঘটেছে । কিন্তু কে বা কারা এই গুলি চালাল সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি । ব্যবসায়িক শত্রুতার জেরে নাকি অন্য কোন কারণ রয়েছে এই ঘটনার পিছনে তা খতিয়ে দেখছে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ ও লালবাজারের গুন্ডা দমন শাখা ৷

আরও পড়ুন : Usthi TMC leader shot case : গোষ্ঠীকোন্দল নয়, উস্থি গুলিকাণ্ডের পিছনে পুরোনো শত্রুতা; অনুমান পুলিশের

Last Updated :Jan 12, 2022, 5:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.