Firhad Hakim : সরকারি সম্পত্তি নিয়ে অনিয়মের অভিযোগ বাম আমলে, তদন্তের নির্দেশ ফিরহাদের

author img

By

Published : May 20, 2022, 10:35 PM IST

Firhad Hakim

যাদবপুরের সরকারি প্রেক্ষাগৃহ বেসরকারি ট্রাস্টের পরিচালনা নিয়ে সিপিএম-তৃণমূল তর্জায় উত্তপ্ত কলকাতা পৌর অধিবেশন (Firhad Hakim ordered investigation into allegations of irregularities)। মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশ বামফ্রন্ট আমলে সরকারি সম্পত্তি কোথায়, কী অনিয়ম হয়েছে তদন্ত করতে হবে কলকাতা পৌর কমিশনারকে ।

কলকাতা, 20 মে : বাম আমলে চিরকুটে চাকরি হত ৷ এই মন্তব্যের পর ফের বামফ্রন্ট আমলের অনিয়ম নিয়ে সরব হলেন মেয়র ফিরহাদ হাকিম । পৌর কমিশনারকে তদন্তের নির্দেশও দিলেন তিনি (Firhad Hakim ordered investigation into allegations of irregularities) ৷ যাদবপুরের সরকারি প্রেক্ষাগৃহ বেসরকারি ট্রাস্টের পরিচালনা নিয়ে সিপিএম-তৃণমূল তর্জায় উত্তপ্ত হল কলকাতা পৌর অধিবেশন ।

যাদবপুরের নিরঞ্জন সদন প্রেক্ষাগৃহ উদ্বাস্তু পুনর্বাসন দফতরের জমিতে কেএমডিএ তৈরি করে । কলকাতা পৌরনিগমকে দেয় । তবে অভিযোগ বামফ্রন্টের সময় এটি ট্রাস্টের হাতে দিয়ে দেয় । তৃণমূলের অভিযোগ, সেই ট্রাস্ট আসলে সিপিএমের । মাথায় আছে যাদবপুরের প্রাক্তন বিধায়ক । এই হল ভাড়া দিয়ে বিপুল টাকা রোজগার করে সিপিএম । সেই টাকা পৌরনিগমকে দেওয়া হয় না । হলের সংস্কারের কাজও হয়নি । ওই টাকা দিয়ে সিপিএম-কর্মীদের ভাতা দেয় । আর তৃণমূলের এই অভিযোগ নিয়ে তোলপাড় হয় অধিবেশন ।

আরও পড়ুন : Govt employees on DA order: ডিএ নিয়ে আদালতের রায়ের দিনেও আশঙ্কার সুর সরকারি কর্মীদের মধ্যে

তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী এদিন একটি প্রস্তাব উত্থাপন করতে গিয়ে জানান, নিরঞ্জন সদনের পাখা খারাপ, বসার জায়গা খারাপ । খুব বাজে অবস্থায় আছে । আমূল সংস্কারের দরকার । তাঁর দাবি, হলটা উদ্বাস্তু পুনর্বাসন দফতরের জায়গায় । সেই সময় জ্যোতি বসু উদ্বোধন করেন । তবে সরকারি জমিতে, সরকারি টাকায় হলটা হলেও একটি প্রাইভেট ট্রাস্টের হাতে দেওয়া হয়েছে । নাম না-করে জানান, সেই ট্রাস্টের মাথায় আছেন সুজন চক্রবর্তী । তাঁর কথায়, এখান থেকে বিপুল টাকা তুলে দলের কর্মীদের ভাতা দেয় সিপিএম । যাঁরা টেলিভিশনে রোজ নীতির কথা বলছেন তারা আগে হলটা ঠিক করুন । যাদের বাংলার মানুষ শূন্য করে দিয়েছে তারা এই হলটা শূন্য করে দিতে চাইছে ।

সরকারি সম্পত্তি নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ ফিরহাদের

একই সুরে আরও এক কাউন্সিলর তপন দাসগুপ্ত জানান, যিনি ওখানকার বাসিন্দা নন তিনি ট্রাস্টের মাথায় আর ওই ওয়ার্ডের কাউন্সিলর বসুন্ধরা গোস্বামী কেন নেই, কেন বর্তমান বিধায়ক দেবব্রত মজুমদার নেই ৷ তিনি প্রশ্ন তোলেন কর কত বাকি আছে সেটা দেখা হোক । প্রতিদিন দুটো হলের ভাড়া আসছে 15-18 হাজার টাকা । এই টাকার হিসেব চাই ।

এই দুই কাউন্সিলরের সঙ্গেই কলকাতার মেয়র পারিষদ দেবব্রত মজুমদার জানান, ওই কমিটিতে আমি নেই । নিরঞ্জন সদন নামে একটা পুরনো হল ছিল স্বাধীনতা আন্দোলনের আগে থেকে । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সৈন্যদের জন্য তৈরি হয়েছিল ওই হল । 2011 থেকে যে কত হল বেসরকারিকরণ করেছি ৷ যারা মুখে কেন্দ্রীয়করণ করার কথা বলেন তাঁরাই বেসরকারি ট্রাস্টের হাতে দিয়ে দিলেন । নাম বদলে নিরঞ্জন সদন । পুরসভা, কেএমডিএ-র কাউন্সিলর সদস্য হওয়ার কথা । তারা নেই ওই ট্রাস্টে । 2011 পর আমায় বলা হয় । কিন্তু পাপের ভাগিদারী আমি নেব না । যিনি এখন সব বিষয়ে মামলা করেছেন তিনি মেয়র ছিলেন । একটি হকার পুনর্বাসন করার জন্য তৈরি বহুতল বেসরকারি হাসপাতাল হয়ে গেল । 101 নম্বর ওয়ার্ডে কলতান থেকে শুরু করে 96 নিরঞ্জন সদন সব একই অবস্থা ।

আরও পড়ুন : Firhad Hakim on Property Tax : ফ্ল্যাট বিক্রির আগে পর্যন্ত সম্পত্তি করের দায় প্রমোটারের, ঘোষণা ফিরহাদের

এরপরেই মেয়র ফিরহাদ হাকিম নির্দেশ দেন বামফ্রন্ট আমলে সরকারি সম্পত্তি কোথায়, কী অনিয়ম হয়েছে তদন্ত করতে হবে কলকাতা পৌর কমিশনারকে । একমাস সময় ধার্য করেন তিনি । তাঁর কথায়, বামফ্রন্ট আমলে সরকারি উদ্যোগে তৈরি হল সিপিএম বিয়েবাড়ি ভাড়া দিচ্ছে, নানা ট্রাস্টের নামে বেসরকারি লোকজন দখল করে আছে । এগুলোর একটা তালিকা তৈরি করতে বলেছি পৌর কমিশনারকে । হকার পুনর্বাসনের জন্য তৈরি বহুতল বেসরকারি হাসপাতালকে দিয়ে দিয়েছে । এমন অনিয়ম হয়েছে বামফ্রন্ট আমলে । সেই সমস্ত বিষয়ে বিস্তারিত রিপোর্ট করতে বলেছি ।

এই ঘটনার তীব্র সমালোচনা করেন বামফ্রন্ট কাউন্সিলর মধুছন্দা দেব । তিনি জানান, পৌরনিগমের নামে আসলে এরা ওই হল দখল করতে চাইছে তৃণমূল । নিরঞ্জন সদন 1991 সালে চালু হয় বিজয় গড়ে । রক্ষণাবেক্ষণ করা উচিত ছিল । ট্রাস্টের সদস্যরা কেন মিটিংয়ে যান না ? না গিয়ে শুধু সমালোচনা করলে হয় না । তাহলে বোর্ড থেকে সরে যান । কাজের জায়গায় যাবেন না, অথচ সমালচনা করবেন । ট্রাস্ট পুরসভাকে কর দিচ্ছে । অডিট করা হয় । পুরসভা কেন নতুন দায়ভার নেবে ? কাউন্সিলরদের কোনও কাজ হলেই পুরসভা বলে টাকা নেই । পুরসভা চাইলে ট্রাস্টের সঙ্গে আলোচনা করুক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.