Bratya on Ankur Project: সিভিক ভলান্টিয়ারদের ক্লাস নেওয়ার কর্মসূচিতে স্থগিতাদেশ শিক্ষা দফতরের, জানালেন ব্রাত্য

author img

By

Published : Mar 16, 2023, 5:38 PM IST

Bratya on Ankur Project

সিভিক ভলান্টিয়ারদের দিয়ে প্রাথমিকে ক্লাস করানোর পরিকল্পনা করেছিল বাঁকুড়া জেলা পুলিশ ৷ সেই কর্মসূচির উপর স্থগিতাদেশ দিয়েছে শিক্ষা দফতর (School Education Department stays on Ankur Project) ৷ বৃহস্পতিবার সেই কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷

কলকাতা, 16 মার্চ: সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteers) ক্লাস নেওয়ার বিষয়ে স্থগিতাদেশ দিল স্কুল শিক্ষা দফতর (School Education Department) । বাঁকুড়ায় অঙ্কুর নামে একটি নতুন কর্মসূচির কথা জানিয়েছিল জেলা পুলিশ (Bankura District Police) । সেই কর্মসূচির অধীনে সিভিক ভলান্টিয়াররা প্রাথমিক স্কুলগুলিতে ক্লাস নেবেন বলে জানানো হয়েছিল জেলা পুলিশের তরফে ৷ মূলত, অংক ও ইংরেজি পড়ানোর কথা ছিল তাঁদের । যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে শিক্ষা থেকে রাজনৈতিক মহলে । সেই পরিস্থিতিতে ওই প্রকল্প বন্ধের নির্দেশ দিল শিক্ষা দফতর ৷

রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই । প্রথমে উঠে এসেছে নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam) ৷ তার মাঝে দেখা গেল বহু স্কুলে শিক্ষকের অভাব । তবে এসবের মাঝে বাঁকুড়া জেলা পুলিশের এই সিদ্ধান্তে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । যোগ্য চাকরিপ্রার্থীরা একাধিক প্রশ্ন তুলেছেন ।

এবার এই বিষয়ে মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)। তিনি বলেন, "স্থানীয় স্তরে বাঁকুড়ার ডিএম ও এসপি এই মর্মে একটা সিদ্ধান্ত নিয়েছিল । আমি গতকাল রাতে বিভাগীয় সচিবকে এই নিয়ে জিজ্ঞেস করেছি । শিক্ষা দফতরের কাছে এই বিষয়ে কোনও অনুমোদন নেই । বিভাগীয় সচিব ওঁদেরকে বলেছেন, আমাদের কাছে অনুমোদন চেয়ে পাঠাতে । সেটা আমরা প্রাইমারি কাউন্সেলে পাঠাবো । তারা অনুমোদন দিলে তখন এই বিষয়টা নিয়ে ভাবা যেতে পারে । এখন এটাকে আপাতত স্থগিত রাখতে বলা হয়েছে ।"

বাঁকুড়া জেলার এই নির্দেশের পর থেকেই ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা । তাঁদের পক্ষ থেকে প্রশ্ন উঠেছিল, যোগ্য শিক্ষকরা থাকতে কেন সিভিক ভলান্টিয়াররা পড়াবেন ? চাকরি প্রার্থী তনয়া বিশ্বাস বলেন, "স্কুল সার্ভিস কমিশন যে দুর্নীতি করেছে তার জন্য আজও আমরা গান্ধিমূর্তির পাদদেশে বসে আছি । আর এই যে সিভিক ভলান্টিয়ার দিয়ে ক্লাস করানোর যে ভাবনা সেটা আরেক ধরনের দুর্নীতি ।’’

তিনি আরও বলেন, ‘‘পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার দুর্নীতি । এটা সত্যি লজ্জার, পৃথিবীর ইতিহাসে প্রথম । এইভাবে চক্রান্ত করে বারবার যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে । এদিকে আমরা যোগ্য শিক্ষক হয়ে রাস্তায় বসে আছি । সেখানে পুরো অন্য একটা বিভাগকে টেনে এনে ক্লাস নেওয়ার ভাবনা ।"

আরও পড়ুন: অঙ্ক-ইংরেজি পড়াবেন সিভিক ভলান্টিয়াররা, 'পশ্চিমবঙ্গের লজ্জা' দাবি সুভাষ সরকারের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.