Success in Critical Operation: জটিল অস্ত্রোপচার সাফল্য পেল কলকাতার বেসরকারি হাসপাতাল, প্রাণ বাঁচল 23 বছরের তরুণীর

author img

By

Published : Feb 24, 2023, 8:57 PM IST

ETV Bharat

কলকাতার এক বেসরকারি হাসপাতালে জটিল অস্ত্রোপচারে মিলল সাফল্য ৷ নতুন জীবন পেলেন 23 বছরের তরুণী (lady survived after critical operation in Kolkata) ৷

কলকাতা, 24 ফেব্রুয়ারি: ছোটো থেকেই পেটের সমস্যায় ভুগছিলেন সুকন্যা চট্টোপাধ্যায় । তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যা আরও বড় আকার নেয় ৷ সেই পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে দাঁড়ায় যে অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে ৷ প্রথমে মনে করা হয়েছিল এই জটিল অস্ত্রোপচারের কারণে তাঁর শরীরের অন্যন্য অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে ৷ কিন্তু চিকিৎসকদের কল্যাণে সেরকম কিছুই হল না ৷ শুধুমাত্র শরীরের ভিতরে বেড়ে ওঠা টিউমার বাদ দিয়েই সুস্থ হয়ে বাড়ি ফিরলেন 23 বছরের সুকন্যা (Kolkata Doctors Successful in critical operation) ৷

লেডি ব্র্যাবোর্ন কলেজ থেকে বোটানি নিয়ে সদ্য এমএসসি পাশ করেছেন সুকন্যা চট্টোপাধ্যায় । বাইপাসের মেট্রোপলিটন সংলগ্ন এলাকার তাঁর বাড়ি । ছোট থেকে পেটের সমস্যা থাকলেও লড়াইটা শুরু হয়েছিল 2022 সালের দুর্গাপুজোর সময় । মহালয়ার দিন সুকন্যা জানতে পারেন তিনি ডেঙ্গিতে আক্রান্ত । চিকিৎসকের পরামর্শ মেনে তাঁর বাড়িতে চিকিৎসা শুরু হয় । শত চেষ্টা করেও কিছুতেই জ্বর কমছিল না তাঁর । জ্বরের পঞ্চম দিন আচকাই তীব্র পেটে ব্যাথা শুরু হয় সুকন্যার । তড়িঘড়ি তাঁকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়, সেখানেই প্রথম শনাক্ত হয় তাঁর আসল সমস্যা ।

একাধিক টেস্ট করে দেখা যায় সুকন্যার অগ্ন্যাশয়ে একটি টিউমার রয়েছে । যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় 'SPEN'। তবে সেই সময় তাঁকে ব্যথা কমার ইঞ্জেকশন দিয়েই ভর্তি রাখা হয় । অবশেষে দুর্গাপুজো কেটে গেলে বাড়ি ফেরেন সুকন্যা । সুকন্যা বলেন, "ওই হাসপাতাল থেকে আমাদেরকে একটা ছবি এঁকে বোঝানো হয়েছিল এই অস্ত্রপ্রচারটা করা হলে আমার শরীরের ন'টি অরগ্যান বাদ পড়বে । কারণ এই টিউমারটা হয় অগ্ন্যাশয়ের পিছনের দিকে যেখানে অনেক রক্তের নালি ঘিরে থাকে । এরপর আমরা চেন্নাইয়ের হাসপাতাল, দিল্লির এইমস এমনকি এসএসকেএম হাসপাতালেও যোগাযোগ করি । সব জায়গা থেকেই আমাকে একই কথা বলা হয় ।"

সুকন্যা জানিয়েছেন, ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে যখন তাঁরা যান তখন সুকন্যার শারীরিক অবস্থা আরও অবনতি করে । জিআই এবং হেপাটো বিলিয়ারি সার্জেন্ট চিকিৎসক শুদ্ধসত্ত্ব সেনের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয় । ওই চিকিৎসক জানান, এই ধরণের টিউমার দশ কোটি মানুষের মধ্যে মাত্র দেড় জনের হয় । তবে এই ধরণের টিউমার থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকে । তবে অরগ্যান বাদ না-দিয়ে একটা অস্ত্রোপচার খুবই ঝুঁকির ।

আরও পড়ুন: সিজিও-তে নতুন দফতর পাচ্ছে ইডি, থাকবে অত্যাধুনিক গ্যাজেট ও দুটি লকআপ

চিকিৎসক শুদ্ধসত্ত্ব সেনের কথায়, "আমরা রিসার্চ করে দেখি এই ধরণের অস্ত্রোপচার এর আগে বিশ্বে কোথাও হয়নি । এই অস্ত্রোপচার ক্ষেত্রে অগ্ন্যাশয়ের পিছন দিক থেকে রক্তের নালি ছাড়িয়ে শুধু টিউমারটি বার করা হয় । এই অস্ত্রোপচারকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় 'ডুয়োডেনাম প্রিজার্ভিং প্যানক্রিয়াটিক আনঙ্কাস রিসেকসান'। বিশ্বে তিনটে এই ধরণের অস্ত্রোপচার হলেও প্যানক্রিয়াসের ক্ষেত্রে একটাও দেখা যায়নি । এই অস্ত্রোপচারটা আমরা করে সাফল্য পাই । ওর বিষয়টা খুব বাড়াবাড়ির পর্যায় চলে গিয়েছিল । অক্টোবর মাসের শেষের দিকে ওর অস্ত্রোপচার হয় । কোনও অরগ্যান ওর বাদ যায়নি । অস্ত্রোপচারের সময় রোগীর কোনও সমস্যাও দেখা যায়নি ।" বর্তমানে সম্পূর্ণ সুস্থ সুকন্যা । পুরনো জীবন যাত্রায় সে আবার ফিরে গিয়েছে । সুকন্যার কথায়, "চিকিৎসক সেন আমার জীবনে ভগবান ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.