গ্য়াঁটের কড়ি খরচ করে কোয়ারানটিনে থাকতে নারাজ, কলকাতা বিমানবন্দরে হট্টগোল

author img

By

Published : May 27, 2020, 4:38 PM IST

Updated : May 27, 2020, 6:08 PM IST

গ্য়াঁটের কড়ি খরচ করে কোয়ারানটিনে থাকতে নারাজ বাংলাদেশ ফেরতরা, ধুন্ধুমার বিমানবন্দরে

সকাল ১১ টা ২৮ মিনিট নাগাদ ২৬৯ বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের নিয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বিশেষ বিমান । এরপরই সকলকে শহরের পাঁচ তারা ও তিন তারা হোটেলে কোয়ারানটিনে থাকতে বলা হয় ।

কলকাতা, 27 মে: এমনিতেই কাজ নেই ৷ বিদেশ বিভুঁইয়ে এতদিন অনাহারে, অর্ধাহারে কাটাতে হয়েছে ৷ এই পরিস্থিতিতে ব্যয়বহুল হোটেলে গ্য়াঁটের কড়ি খরচা করে কোয়ারানটিনে থাকার প্রশ্নই নেই ৷ আর এই নিয়েই বাংলাদেশ ফেরত শ্রমিকদের সঙ্গে তুমুল বচসা বাঁধল কলকাতা বিমানবন্দরের কর্মীদের ৷ বুধবার সকালে বাংলাদেশ থেকে বিশেষ বিমান অবতরণ করতেই তুমুল হট্টগোল দেখা গেল কলকাতা বিমানবন্দরে ৷

বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের নিয়ে দ্বিতীয় দফায় বিশেষ বিমান অবতরণ করছে কলকাতা বিমানবন্দরে ৷ তার মধ্যেই বাধল তুমুল হৈ হট্টগোল । হোটেল কোয়ারেন্টিনে থাকা নিয়ে বাংলাদেশে ফেরত একটা বড় অংশের শ্রমিকদের সঙ্গে গণ্ডগোল বাধে বিমানবন্দরে সরকারি দায়িত্ব প্রাপ্ত কর্মীদের । ওই শ্রমিকদের সকলকে হোটেলে কোয়ারেনটিনে থাকার কথা বলা হয় ৷ কিন্তু হোটলের খরচা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় কোয়ারানটিনে যেতে অস্বীকার করে শ্রমিকরা । আর এই নিয়ে বচসা বাঁধে । এদিন সকাল ১১ টা ২৮ মিনিট নাগাদ ২৬৯ বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের নিয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বিশেষ বিমান । এরপরই সকলকে শহরের পাঁচ তারা ও তিন তারা হোটেলে কোয়ারানটিনে থাকতে বলা হয় ।

কলকাতা বিমানবন্দরে হট্টগোল

শ্রমিকদের অভিযোগ, তারা প্রায় দু-তিন মাস বাংলাদেশে প্রায় অনাহারে কাটিয়েছে ৷ আর এখন দেশে ফেরার পর এখন সপ্তাহে প্রায় 50 থেকে 60 হাজার টাকা দিয়ে কোয়ারানটিনে থাকতে বলা হচ্ছে ৷ যা প্রায় অসম্ভব । বাংলাদেশ ফেরত ওই শ্রমিকদের দাবি, তাদের আগে নিজেদের জেলায় পাঠানো হোক । এর আগে ১৮ মে প্রথমবারের জন্য বাংলাদেশে আটকে থাকা প্রায় ১৬৯ জন ভারতীয়কে নিয়ে বন্দে ভারত মিশনের বিশেষ বিমান কলকাতায় অবতরণ করে । সেবার প্রায় ১০৫ জনকে সরকারি কোয়ারানটিনে পাঠানো হলেও এবার তেমন কোনও ব্যবস্থা ছিল না ।

Last Updated :May 27, 2020, 6:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.