DYFI SFI Rally: বাম ছাত্র-যুবদের বিক্ষোভ মিছিল ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার

author img

By

Published : Sep 15, 2022, 5:19 PM IST

chaos in DYFI SFI rally near KMC in Esplanade

আজ ছিল বাম ছাত্র-যুবদের বিক্ষোভ মিছিল (DYFI SFI Rally) ৷ যাকে ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল ধর্মতলা চত্বর ৷

কলকাতা, 15 সেপ্টেম্বর: বাম ছাত্র-যুবদের বিক্ষোভ মিছিলে (DYFI SFI Rally) ধুন্ধুমার কাণ্ড ৷ উত্তপ্ত হয়ে উঠল ধর্মতলা চত্বর (Esplanade) ৷ কলকাতা পৌরনিগমের প্রায় 29 হাজার শূন্য পদ রয়েছে । সেই পদে নিয়োগ, সুষ্ঠ নাগরিক পরিষেবা-সহ মোট আট দফা দাবিতে এদিন বামপন্থী ছাত্র যুব সংগঠন কলকাতা চলো অভিযানের ডাক দেয় ।

বৃহস্পতিবার কলেজ স্ট্রিট থেকে বিক্ষোভ মিছিল এসএন ব্যানার্জি রোড হয়ে এলিট সিনেমার কাছে পৌঁছতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় । কলকাতা পুলিশের ত্রিস্তরীয় ব্যারিকেট ভেঙে বিক্ষোভ মিছিল কলকাতা পৌরনিগমের পার্শ্ববর্তী রাস্তায় প্রবেশ করে । এরপরেই ধস্তাধস্তি শুরু হয় দু'পক্ষের মধ্যে । বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হওয়ার পর রাস্তায় বসে পড়ে স্লোগানিং করতে থাকেন বিক্ষোভকারীরা ।

বাম ছাত্র-যুবদের বিক্ষোভ মিছিল ঘিরে ধুন্ধুমার ধর্মতলায়

আরও পড়ুন: সলমানের উপর হামলা, আমতা থানা ঘেরাও করবে এসএফআই-ডিওয়াইএফআই

এদিনের বিক্ষোভে নেতৃত্বে ছিলেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Meenakshi Mukherjee), ধ্রুবজ্যোতি সাহা-সহ একাধিক ছাত্র যুব সংগঠনের জেলা সভাপতি ও সম্পাদকেরা । মীনাক্ষী বলেন, "কলকাতা পৌরনিগমে 29 হাজারের বেশি শূন্য পদ রয়েছে । দীর্ঘদিন ধরে সেই শূন্য পদে নিয়োগ হয়নি । চোরেদের নেতৃত্বের কলকাতার মানুষ সুষ্ঠ নাগরিক পরিষেবা থেকে ব্যাহত । এই অনৈতিক কাজের বিরুদ্ধে সুষ্ঠ নাগরিক পরিষেবা পৌঁছে দিতে, কলকাতার পৌরনিগমের স্কুলগুলির বেহাল দশা কাটাতে, আমরা মেয়রের কাছে ডেপুটেশন দিতে এসেছিলাম । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অপদার্থ পুলিশ আমাদের মিছিল আটকে দেয় । কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বরাবরই অনৈতিক কাজ করে চলেছে । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.