Amphan Relief Scam: আমফানের ত্রাণসামগ্রী পাচার মামলায় রাজ্যের রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট

author img

By

Published : Sep 20, 2021, 6:51 PM IST

Calcutta High Court unhappy with bengal govt report on Amphan Relief Scam

আমফানের ত্রাণসামগ্রী পাচারের (Amphan Relief Scam) অভিযোগ সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের দেওয়া রিপোর্টে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷

কলকাতা, 20 সেপ্টেম্বর: ঘূর্ণিঝড় আমফানের ত্রাণসামগ্রী পাচারের (Amphan Relief Scam) অভিযোগ সংক্রান্ত মামলায় রাজ্যের রিপোর্টে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল । তিনি বলেন, "এই রিপোর্ট শুধুমাত্র আইওয়াশ ছাড়া আর কিছু নয় ৷" পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে, তা-ও জানতে চান বিচারপতি । আগামী 27 সেপ্টেম্বর পুনরায় রাজ্যকে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে আদালত ।

গত বছর আমফান ঘূর্ণিঝড়ের পর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা । উত্তর 24 পরগনা, বসিরহাট সাংঘাতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই ঝড়ের তাণ্ডবে । অভিযোগ, গত বছর আমফানের পর বসিরহাট 2 নম্বর ব্লকের ঘোড়ারাস কুলীন গ্রামে ত্রাণসামগ্রী পাঠায় রাজ্য সরকার । কিন্তু ওই ত্রাণসামগ্রী পঞ্চায়েতের উপপ্রধান তাঁর বাড়ির গোডাউনে মজুত করেন‌ ।

আরও পড়ুন: Suvendu-Kunal : টুইট যুদ্ধে শুভেন্দুর ‘মা কালী’ স্মরণ, পাল্টা ‘মা দুর্গা’র শরণাপন্ন কুণাল

পরে মালতীপুর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে 2 ট্রাক ভর্তি ত্রাণসামগ্রী উদ্ধার হয় । গ্রামবাসীদের অভিযোগ, ত্রাণ পাচারের ঘটনায় পুলিশ মামলা করেছিল ঠিকই, কিন্তু তাতে উপযুক্ত ধারা যোগ করা হয়নি । এরপরই কলকাতা হাইকোর্টে মামলা করেন ওই গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা । এর আগে, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রিপোর্ট চেয়েছিল রাজ্যের কাছে । সেই রিপোর্ট রাজ্যের তরফে আইনজীবী আজ আদালতে পেশ করেন । কিন্তু রিপোর্ট দেখার পরই অসন্তোষ প্রকাশ করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ৷ এই রিপোর্ট শুধুমাত্র আইওয়াশ করার জন্যই বলে তিনি মন্তব্য করেন ।

আরও পড়ুন: Susmita Dev : মনোনয়ন পেশ করে ত্রিপুরায় তৃণমূলের শক্তি বাড়ানোর আশ্বাস সন্তোষ-কন্যা সুস্মিতার

এর আগে আমফানে ক্ষতিগ্রস্তদের টাকা বিতরণকে কেন্দ্র করে রাজ্যে ব্যাপক দুর্নীতির ইঙ্গিত পেয়ে সিএজি তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । গত বছর ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছিল । তদন্তের পর তিন মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছিল কলকাতা হাইকোর্টে । সেই মামলা এখনও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে ।

আরও পড়ুন: আমফানে ধ্বংস হয়ে গিয়েছে ম্যানগ্রোভ, যশের আতঙ্ক সুন্দরবনজুড়ে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.