Buddhadeb Bhattacharjee : "বামপন্থীরাই একমাত্র পারে", যুব সম্মেলনের মঞ্চে বুদ্ধদেবের বার্তা

author img

By

Published : May 15, 2022, 8:13 AM IST

Veteran CPIM Leader Buddhadeb Bhattacharjee

রাজ্যে তৃণমূল কংগ্রেস আর কেন্দ্রে বিজেপির নেতৃত্বে সরকার ৷ এই দুই সরকারের বিরুদ্ধে আন্দোলনের ক্ষমতা রয়েছে একমাত্র বামেদের ৷ 12 মে শুরু হওয়া যুব ফেডারেশনের সর্বভারতীয় সম্মেলনে তরুণ বাম নেতা, কর্মীদের বার্তা দিলেন প্রবীণ নেতা বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee ) ৷

কলকাতা, 15 মে : বাম যুব ফেডারেশনকে বার্তা দিলেন প্রবীণ বাম নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । বাম গণতান্ত্রিক যুব ফেডারেশন-এর 11তম সর্বভারতীয় সম্মেলনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বার্তা স্বাভাবিকভাবে উৎসাহ জুগিয়েছে । প্রাক্তন মুখ্যমন্ত্রীর অডিয়ো বার্তা যুব সম্মেলনের মঞ্চে পাঠ করেন অভয় মুখোপাধ্যায় (Veteran CPIM Leader Buddhadeb Bhattacharjee sends message to DYFI all india conference) ।

অসুস্থ নেতা অডিয়ো বার্তায় বলেন, "বর্তমানে আমাদের রাজ্যে এবং দেশে যে জনবিরোধী এবং দমনপীড়নের সরকার চলছে, তা প্রতিহত করতে পারে একমাত্র বামপন্থী আন্দোলন । সেই লক্ষ্যে অবিচল থেকে সমস্ত প্রতিকূলতা অগ্রাহ্য করে পশ্চিমবঙ্গের ডিওয়াইএফআই কর্মীরা রাজ্যের সর্বত্র প্রতিদিন আন্দোলন সংগঠিত করছেন । তাঁদের সংগ্রামকে আমার আন্তরিক অভিনন্দন এবং ডিওয়াইএফআই সম্মেলনের সমস্ত সদস্যবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই ৷"

আরও পড়ুন : Aishe Complaints to Cyber Crime : সোশ্যাল মিডিয়ায় কদর্য আক্রমণ ঐশী-দীপ্সিতাদের, লালবাজারের দ্বারস্থ বামেদের তরুণ তুর্কিরা

12 মে থেকে শুরু হওয়া যুব সম্মেলনের রবিবারই শেষ দিন । ইতিমধ্যে বাম যুব সংগঠনের দাবি, তাদের সদস্য সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে । গৌতম দেব এই সম্মেলনের উদ্বোধন করেন । বামফ্রন্টের চৌত্রিশ বছরের সাফল্য নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে । দেশ বিদেশ থেকে প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দিয়েছেন ।

12 মে ধর্মতলার প্রকাশ্য সমাবেশে বিরাট জমায়েতে সংগঠিত লড়াইয়ের বার্তা দিয়েছেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ডিওয়াইএফআই-এর সর্বভারতীয় সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় । এরই মাঝে বুদ্ধদেব ভট্টাচার্যের অডিয়ো বার্তা বাড়তি মাত্রা যোগ করেছে বলাই বাহুল্য ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.