Subhendu on Mukul : শুনানির দিন ফের অনুপস্থিত মুকুল রায়, এবার আইনি পথে লড়াইয়ের হুঁশিয়ারি শুভেন্দুর

author img

By

Published : Sep 24, 2021, 8:30 AM IST

Updated : Sep 24, 2021, 12:13 PM IST

আইনি লড়াইয়ের হুঁশিয়ারি শুভেন্দুর

মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে চতুর্থ শুনানির দিন ছিল বৃহস্পতিবার ৷ কিন্তু তিনি আগের মতোই অসুস্থতার কারণ দেখিয়ে অনুপস্থিত ছিলেন ৷ তাঁর হয়ে চিঠি পাঠিয়েছেন মুখ্য সচেতক নির্মল ঘোষ ৷ এবার এ নিয়ে আইনি লড়াইয়ের পথে হাঁটবে বিজেপি বলে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

কলকাতা, 24 সেপ্টেম্বর : ফের গরহাজির কৃষ্ণনগর উত্তরের বিধায়ক ও বর্তমান তৃণমূল নেতা মুকুল রায় ৷ কাগজে কলমে তিনি বিজেপির নির্বাচিত বিধায়ক এবং বর্তমানে রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান ৷ দলত্যাগ বিরোধী আইনে (Anti Defection Act) তাঁর বিধায়ক পদ খারিজের শুনানির চতুর্থ দিন ছিল গতকাল ৷ কিন্তু বৃহস্পতিবার শারীরিক অসুস্থতার কথা জানিয়ে অনুপস্থিত থাকলেন মুকুল রায় । এ নিয়ে সরব হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷

বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ অধ্যক্ষের (Speaker) ঘরে পৌঁছান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় ও তাঁদের আইনজীবীরা । সেখানে আধঘণ্টা শুনানি চলে । শুনানি পর্বে শুভেন্দু জানতে পারেন মুকুলের অবস্থানের কথা । মুকুল রায়ের অনুপস্থিতিতে 12 নভেম্বর আগামী শুনানির দিন হিসেবে ঘোষণা করেন অধ্যক্ষ । তৃণমূলের মুখ্য সচেতক (Chief Whip) নির্মল ঘোষ (Nirmal Ghosh) অধ্যক্ষকে চিঠি দিয়ে জানান যে, মুকুল রায় অসুস্থতার কারণে এদিন শুনানিতে যোগ দিতে পারছেন না । বর্তমানে অসুস্থতার কারণে তিনি চিকিত্‍সাধীন । তাই 23 তারিখের বৈঠকে তাঁর উপস্থিত থাকা সম্ভব হচ্ছে না ।

কিন্তু নির্মল ঘোষের এই চিঠিকে হাতিয়ার করেই প্রশ্ন তোলেন শুভেন্দু । সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, "এক মাস আগে মুকুল রায় 4 সপ্তাহ সময় চেয়েছিলেন ৷ তাঁকে অধ্যক্ষ মহোদয় 4 সপ্তাহের বেশি সময় দিয়েছিলেন ৷ মুকুল রায় তখনও অসুস্থতার কথা জানিয়েছিলেন ৷ কিন্তু বৃহস্পতিবার তিনি নিজে চিঠি পাঠাননি ৷ চিঠি পাঠিয়েছেন তৃণমূলের মুখ্য সচেতক ৷‘‘ বিরোধী দলনেতা বলেন, " মুকুল রায় যে তৃণমূল পরিষদীয় দলের সদস্য হয়েছেন, তার প্রমাণ আজ দিয়ে দিয়েছেন । তাঁর হয়ে তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের মুখ্য সচেতক অর্থাৎ সরকারি দলের সরকারি চিফ হুইপ নির্মল ঘোষ অধ্যক্ষকে জানিয়েছেন, মুকুল রায় অসুস্থতার কারণে আজকের শুনানিতে থাকতে পারছেন না ।"

আরও পড়ুন : PAC Chairman Case : বিজেপি সদস্য হিসেবেই পিএসি-র চেয়ারম্যান মুকুল, হাইকোর্টে সওয়াল রাজ্যের

তাঁর দাবি, এর অর্থ মুকুল রায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের সদস্য ৷ তাই দলত্যাগ বিরোধী আইন এখুনি কার্যকর করা দরকার ৷ মুকুল রায় সশরীরে না আসতে পারলেও, তিনি লিখিত উত্তর দিয়ে তাঁর রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে পারতেন ৷ শুভেন্দুর অভিযোগ, মুকুল রায়ের হয়ে নির্মল ঘোষের পাঠানো এই চিঠির সঙ্গে কোনও মেডিক্যাল রিপোর্ট, চিকিৎসকের প্রেসক্রিপশন, হাসপাতাল বা নার্সিংহোমে থাকার কোনও কাগজ দেওয়া হয়নি ৷

এই প্রসঙ্গে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে বিজেপির তরফে সুপ্রিম কোর্টের একটি বিচারের রায়ের খসড়া দেওয়া হয়েছে বলে জানান বিরোধী দলনেতা শুভেন্দু ৷ শুভেন্দু অধিকারী সুপ্রিম কোর্টের রায়ের খসড়া দেখিয়ে বলেন, "মুকুল রায়ের 4 মাস অতিবাহিত হয়েছে ৷ তাই সুপ্রিম কোর্টের রায় মানে রুলস ৷" 10ম সিডিউলে দলত্যাগ বিরোধী আইনে যে ব্যবস্থা আছে, তাকে সরাসরি মুকুল রায় লঙ্ঘন করেছেন ৷ তাই বিধানসভার অধ্যক্ষ দ্রুত সুপ্রিম কোর্টের এই রায় অনুযায়ী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করুক, বলে দাবি জানান তিনি ৷ "

এবার এ প্রসঙ্গটি কোর্টে যাবে বলে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "মুকুল রায় যখন যেমন সময় চেয়েছেন, অধ্যক্ষ মহোদয় তাই দিয়েছেন ৷ তাতে আমাদের কোনও আপত্তি নেই ৷ অধ্য়ক্ষের চেয়ারের মর্যাদা আছে, তাঁর অধিকার, ক্ষমতা আছে ৷ আমরা এবার কোর্টে যাচ্ছি ৷ সংবিধান বিশেষজ্ঞ আমাদের হয়ে এই মামলা লড়বেন ৷" সোমবারের মধ্যে এই মামলা দায়ের করা হবে জানান শুভেন্দু ৷ শুধু মুকুল নন, বিজেপি ত্যাগী বিষ্ণুপুরের তন্ময় ঘোষ, বাগদার বিশ্বজিত্‍ দাস ও কালিয়াগঞ্জের সৌমেন রায়ের বিধায়ক পদ খারিজের জন্যও তাঁরা এই পদ্ধতিই অবলম্বন করবেন এবং শেষমেশ তাঁদেরও বিধায়ক পদ খারিজ হবে বলে জানান তিনি ।

মুকুল রায় 4 মাস সময় পেয়েছেন, এবার তাঁর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন বলে জানালেন শুভেন্দু অধিকারী

আরও পড়ুন : Mamata Banerjee : জাতীয় ইস্যু নিয়ে সরব তৃণমূল নেত্রী, ভবানীপুর থেকেই ভারত জয়ের বার্তা মমতার

যদিও তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই 4 জনের বিধায়ক পদ খারিজ হলেও তাঁরা বিষয়টি নিয়ে চিন্তিত নয় । কারণ বিধায়ক পদ খারিজ হলে আজ না হয় কাল উপনির্বাচন হবে ওই সব আসনে । আর একুশের বিধানসভা নির্বাচবনে মুখ থুবড়ে পড়ার পড়ে বিজেপির পক্ষে ওই সব আসনে জয় পাওয়া কার্যত অসম্ভব ।

Last Updated :Sep 24, 2021, 12:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.