Biswa Bangla Business Summit: 21-23 নভেম্বর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, বিভিন্ন রাজ্যে প্রচারে হবে রোড শো

author img

By

Published : Mar 15, 2023, 5:25 PM IST

Mamata Banerjee ETV bharat

রাজ্যে 21 থেকে 23 নভেম্বর হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (Biswa Bangla Business Summit)৷ তার আগে বিভিন্ন রাজ্যে বাংলাকে নিয়ে প্রচারের ভাবনাচিন্তা রয়েছে সরকারের (Mamata Banerjee Latest News)৷

কলকাতা, 15 মার্চ: 21 নভেম্বর থেকে রাজ্যে ফের হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (Biswa Bangla Business Summit)৷ 21 নভেম্বর থেকে শুরু হয়ে টানা তিন দিন চলবে এই সম্মেলন (Mamata Banerjee Latest News)। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রচারে 4 থেকে 5 রাজ্যে রোড শো করার ভাবনা রয়েছে রাজ্য সরকারের । বাংলার পর্যটনে ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর করা হয়েছে দেবকে ৷

শিল্প উদ্যোগপতিদের সঙ্গে বৈঠক: নবান্ন সভাঘরে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শিল্প উদ্যোগপতিদের সঙ্গে বৈঠক হয় ৷ সেখানে ছিলেন অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রী ও সচিবরাও ৷ সেখানেই ঘোষণা করা হয় যে, 21 থেকে 23 নভেম্বর পরবর্তী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে ৷

বিভিন্ন রাজ্যে হবে প্রচার: এ বার মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু-সহ একাধিক রাজ্যে বাংলাকে নিয়ে প্রচারের ভাবনাচিন্তা করেছে রাজ্য সরকার । বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে চেম্বার অফ কমার্সকে । মুম্বইয়ে শিল্প সম্মেলনের প্রচারের দায়িত্বে ফিকি, চেন্নাইয়ের দায়িত্বে সিআইআই, দিল্লির দায়িত্বে অমিত মিত্র, কর্ণাটকের দায়িত্বে ইন্ডিয়ান চেম্বার্স ও রাজস্থানের দায়িত্ব দেওয়া হয়েছে হর্ষ নেওটিয়া-সহ বিভিন্ন শিল্পপতিদের উপর।

আরও পড়ুন: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্য, রাজ্যে এল 22 হাজার কোটির বিনিয়োগ

ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকলেও পিছিয়ে যায়: 2022 সালের এপ্রিল মাসের 20 ও 21 তারিখ রাজ্যে শেষ বিশ্ববঙ্গ সম্মেলন হয়েছিল । গতবছর বিশ্ববঙ্গ সম্মেলনের পর এ বছর গোড়ার দিকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে যায় । 2023 সালের 1, 2 এবং 3 ফেব্রুয়ারি এই সম্মেলন হওয়ার কথা ছিল ৷ গত বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে 137টি মউ স্বাক্ষর হয়েছিল ৷ বিনিয়োগ এসেছিল প্রায় সাড়ে তিন লক্ষ কোটি টাকা ৷ সে বার 40 লক্ষ চাকরির প্রস্তাব এসেছিল বাংলায় ৷ এ বার রাজ্য সরকারের লক্ষ্য আরও বেশি বিনিয়োগ ও আরও বেশি কর্মসংস্থানের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.