Aishe Complaints to Cyber Crime : সোশ্যাল মিডিয়ায় কদর্য আক্রমণ ঐশী-দীপ্সিতাদের, লালবাজারের দ্বারস্থ বামেদের তরুণ তুর্কিরা

author img

By

Published : Apr 25, 2022, 8:38 PM IST

Aishe Complaints to Cyber Crime

অভিযুক্তের নামে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে দায়ের হল অভিযোগ ৷ অভিযোগ করলেন জেএনইউ ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ (Aishe Ghosh complaints to Kolkata Police cyber crime after receiving obscene comments on social media) ৷ ঐশী ছাড়া সাইবার আক্রমণের শিকার ভারতের ছাত্র ফেডারেশনের যুগ্ম সম্পাদক দীপ্সিতা ধর এবং ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায় ৷

কলকাতা, 25 এপ্রিল : সামাজিক যোগাযোগ মাধ্যমে কদর্য আক্রমণের শিকার বামেদের তিন তরুণ মহিলা তুর্কি ৷ অভিযুক্তের নামে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে দায়ের হল অভিযোগ ৷ অভিযোগ করলেন জেএনইউ ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ (Aishe Ghosh complaints to KP cyber crime after receiving obscene comments on social media) ৷ ঐশী ছাড়া সাইবার আক্রমণের শিকার ভারতের ছাত্র ফেডারেশনের যুগ্ম সম্পাদিকা দীপ্সিতা ধর এবং ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়ও ৷

রবিবার রাতে ই-মেলে লালবাজারে দায়ের করা অভিযোগের স্ক্রিন শট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ঘটনা সম্পর্কে অবগত করেন ঐশী ঘোষ ৷ ই-মেলের সত্যতা স্বীকার করে লালবাজার জানিয়েছে, গোয়েন্দা বিভাগ ঘটনার তদন্ত করছে ইতিমধ্যেই । ঐশী, দীপ্সিতা, মীনাক্ষীদের বিরুদ্ধে ফেসবুকে সাম্প্রতিক সময়ে বেশ সরব নেটাগরিকদের একাংশ ৷ তাদেরই একজন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সার্থক দাস সম্প্রতি তিন বাম নেত্রীর বিরুদ্ধে কুমন্তব্য করেন কোনও একটি পোস্টে ৷ তার ভিত্তিতেই এই অভিযোগ ৷

ফোনে এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য

এই বিষয়ে বাম নেত্রী মধুজা সেন রায় ইটিভি ভারত-কে বলেন অত্যন্ত নিন্দনীয় ঘটনা । এটা শুধু বাম নেত্রীদের অপমান নয়, এ অপমান বাংলার নারী সমাজের ৷ দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। আসলে মেয়েরা যখন প্রতিবাদের সামনের সারিতে থাকে সমাজের গুটিকয়েক মানুষ তা সহ্য করতে পারেন না । উল্লেখ্য, সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকেও ওই মন্তব্যে টেনে আনেন সার্থক দাস ৷

আরও পড়ুন : সাইবার জালিয়াতি রুখতে বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর চালু লালবাজারের

এই বিষয়ে এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "অভিযুক্তের সঙ্গে একজন ধর্ষকের কোনও পার্থক্য আমি খুঁজে পাচ্ছি না ।" পুলিশ এদের যদি চিহ্নিত করে গ্রেফতার করে তাহলে ভাল । নইলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সৃজন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.