Agnimitra on December Issue: 'ডিসেম্বরে খেলা হবে, 30 জনেরও বেশি তৃণমূল বিধায়ক যোগাযোগ রাখছেন', দাবি অগ্নিমিত্রার

author img

By

Published : Nov 22, 2022, 11:33 AM IST

Etv Bharat

ফের উঠে এল ডিসেম্বরের প্রসঙ্গ ৷ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের ডিসেম্বর ইস্যুতে মন্তব্যের জেরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা(Agnimitra on December Issue)৷ কী এমন বললেন বিজেপি বিধায়ক ?

কলকাতা, 22 নভেম্বর: ডিসেম্বরে তৃণমূল বিধায়কদের যোগদান ইস্যুতে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের বক্তব্য ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে(Agnimitras Comments on December MLA Joining Issue)৷ সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন," ডিসেম্বরে খেলা হবে ৷ 30 জনেরও বেশি তৃণমূল বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ করছেন ৷ কারণ তাঁরা জানেন এই সরকার ডিসেম্বরের পর আর থাকবে না ৷ তাঁদের অস্তিত্ব এখন সংকটে ৷"

  • Kolkata | West Bengal BJP MLA Agnimitra Paul says, "There will be a 'khela' here in December. More than 30 TMC MLAs are in contact with our party. They know that their Govt will not continue for long after December. Their existence is at stake." pic.twitter.com/xIQkvemlW0

    — ANI (@ANI) November 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, বেশ কয়েকমাস ধরেই এই ডিসেম্বর যোগদান ইস্যুতে মন্তব্য করে চলেছে শাসকদল ও বিজেপি ৷ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে গেরুয়া শিবিরে সুকান্ত মজুমজার থেকে শুরু করে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে এ নিয়ে তরজা, পালটা তরজা চলছে । এবার অগ্নিমিত্রা পলও এ নিয়ে মুখ খুললেন ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে দু'পক্ষই যে লড়াইয়ের মাঠে নেমে পড়েছে তা বলাই বাহুল্য ৷

একাধিকবার বিজেপির বলা ডিসেম্বর ইস্যু নিয়ে নভেম্বরের শুরুতেই নবান্নে মন্ত্রিসভার বৈঠকে প্রথম উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সময় তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন ডিসেম্বরে আইনশৃঙ্খলার বড়সড় অবনতি হতে পারে ৷ চক্রান্ত করে কোনও বড় ঘটনা ঘটাতে পারে বিরোধী শিবির ৷ বিশেষ করে সেই সময় তিনি পুলিশ ও রাজ্যের মন্ত্রীদের সতর্ক থাকার নির্দেশ দেন ৷ এরপর নদিয়ায় অনুষ্ঠিত সভাতেও মুখ্যমন্ত্রীর কথায় উঠে এসেছিল ডিসেম্বর প্রসঙ্গ ৷ এমনকি 15 নভেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডেডলাইন ডিসেম্বর নিয়ে পালটা দেন বিজেপিকে ৷ এরপর ফের আজ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের ডিসেম্বরের পর সরকার পড়ে যাওয়ার মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷

আরও পড়ুন : 'ডেডলাইন ডিসেম্বর', শুভেন্দু-সুকান্তদের চাপে রাখতে সুর চড়ালেন অভিষেক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.