SSC Recruitment Scam : আন্দোলনরত চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করলেন অধীর

author img

By

Published : May 19, 2022, 9:20 PM IST

SSC Recruitment Scam

শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে আদালতের রায় নিয়ে তদন্তে সিবিআই । রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আদালতের সমন পেয়ে সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন। বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী সিবিআই দফতরে হাজিরা দিয়ছেন (SSC Recruitment Scam)।

কলকাতা, 19 মে : স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ করেও চাকরি না পাওয়ায় অবস্থানরত চাকরিপ্রার্থী বনাম রাজ্য সরকারের দড়ি টানাটানি চরম পর্যায়ে । শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে আদালতের রায় নিয়ে তদন্তে সিবিআই । রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আদালতের সমন পেয়ে সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন । বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন আজ । বৃহস্পতিবার ধর্নারত এসএসসি প্রার্থীদের সঙ্গে দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (SSC Recruitment Scam)।

আজ, বৃহস্পতিবার অনশন মঞ্চে উপস্থিত হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি পাশে দাঁড়ানোর বার্তা দেন আন্দোলনকারীদের । 431 দিন ধরে আন্দোলনরত প্রার্থীদের দাবি দ্রুত নিয়োগ । তাদের দাবির ন্যায্য স্বীকার করে অধীররঞ্জন চৌধুরী কড়া ভাষায় রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সমালোচনা করেন। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিৎ এদের কাছে ক্ষমা চেয়ে নিয়োগপত্র তুলে দেওয়া । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে জমা হয়ে লড়াই করছেন । এদের হাতে কোনও ভোটব্যাঙ্ক নেই । থাকলে এতদিনে নিয়োগপত্র পেয়ে যেতেন । রাজ্যের একমন্ত্রী পালিয়ে বেড়াচ্ছেন ।

আরও পড়ুন : SSC recruitment scam : ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা এসএসসি চাকরিপ্রার্থীর !

তিনি আরও উল্লেখ করেন, রাজ্য সরকারের বিশ্বাসযোগ্যতা তলানিতে পৌঁছেছে ৷ মাঝরাতে আদালত শুনানি করতে বাধ্য হয়েছেন । প্রমাণ লোপাটের ভয়ে সিআরপিএফ দিয়ে সরকারি দফতর ঘিরে রাখতে হচ্ছে । যোগ্যতা প্রমাণ করেও এরা যেন অপরাধী, কড়া সুরেই সমালোচনা করেন অধীর চৌধুরীর । এদিকে সুর চড়িয়ে আন্দোলনে বামেরাও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.