Abhishek Banerjee in Tripura : দলীয় কর্মীদের হামলার পর আজ ত্রিপুরায় অভিষেক

author img

By

Published : Nov 22, 2021, 10:06 AM IST

Abhishek

পদযাত্রা বাতিল হলেও রবিবার দলীয় কর্মীদের উপর হামলার পর আজ ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বিকেল 3টেয় পোলো টাওয়ার্সে সাংবাদিক বৈঠক করবেন তিনি ৷

কলকাতা, 22 নভেম্বর : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা বাতিল করল ত্রিপুরা সরকার । তবে পদযাত্রা বাতিল করলেও তাতে আমল না দিয়ে আজ ত্রিপুরার পথে অভিষেক (Abhishek Banerjee in Tripura) ৷ তাঁর পদযাত্রা বাতিলের প্রতিবাদ জানিয়ে কুণাল ঘোষ টুইটে সরব হন ৷

টুইট করে কুণাল ঘোষ লেখেন, "অভিষেকের পদযাত্রা বাতিল করল ত্রিপুরা সরকার । চক্ষুলজ্জায় নির্দেশে বলল সবার বাতিল । কিন্তু চিঠিতেই প্রমাণিত যে রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই । চিঠির বয়ানেই মানছে পুলিশ । খোদ রাজধানী আগরতলার বুকে এই অবস্থা । গুন্ডারাজ চলছে । মানুষ বিচার করবেন ।

  • অভিষেকের পদযাত্রা বাতিল করল ত্রিপুরা সরকার।
    চক্ষুলজ্জায় নির্দেশে বলল সবার বাতিল।
    কিন্তু চিঠিতেই প্রমাণিত যে রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই।
    চিঠির বয়ানেই মানছে পুলিশ।
    খোদ রাজধানী আগরতলার বুকে এই অবস্থা।
    গুন্ডারাজ চলছে।
    মানুষ বিচার করবেন। pic.twitter.com/Qtn693SfDF

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) November 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ তিনি আরও একটি টুইটে লেখেন, "অভিষেকের পদযাত্রার অনুমতি বাতিল হল। আইনশৃঙ্খলার কারণে ! রাজ্য স্বীকার করছে এখানে এত খারাপ অবস্থা যে ভোট প্রচারও অসম্ভব । বাংলায় কিন্তু সবাই গিয়ে প্রচার করেছেন । ত্রিপুরার মুখ্যমন্ত্রীও গিয়েছেন । এখানে অবস্থা খুব খারাপ । গুন্ডারা ঘুরছে । আমরা পথসভার চেষ্টা করছি । তবে অভিষেক আসছে ।"

  • অভিষেকের পদযাত্রার অনুমতি বাতিল হল। আইনশৃঙ্খলার কারণে!
    রাজ্য স্বীকার করছে এখানে এত খারাপ অবস্থা যে ভোট প্রচারও অসম্ভব।
    বাংলায় কিন্তু সবাই গিয়ে প্রচার করেছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রীও গিয়েছেন।
    এখানে অবস্থা খুব খারাপ। গুন্ডারা ঘুরছে।
    আমরা পথসভার চেষ্টা করছি।
    তবে অভিষেক আসছে।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) November 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ পোলো টাওয়ার্সে বেলা 3টেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : Attack on Trinamool Congress in Tripura : ত্রিপুরায় দলীয় কর্মীদের উপর হামলার প্রতিবাদে সুপ্রিম কোর্টের পথে তৃণমূল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.