বুলবুলের জন্য সতর্কতা, উড়ান বাতিল কলকাতা বিমানবন্দরে

author img

By

Published : Nov 9, 2019, 5:07 PM IST

Updated : Nov 9, 2019, 7:46 PM IST

বুলবুলের জন্য সতর্ক কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ । আজ সন্ধ্যে ছটা থেকে কাল সকাল ছটা পর্যন্ত সমস্ত উডা়ন বাতিল ।

কলকাতা, 9 নভেম্বর : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল । আজ সন্ধ্যে 8 টার পর সুন্দরবন, পারাদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ায় আছড়ে পড়বে বুলবুল । তখন তার গতি থাকবে ঘণ্টায় 110-120 কিমি । তবে গতিবেগ ঘণ্টায় 135 কিমি পর্যন্ত বৃদ্ধি হতে পারে । তাই আগাম সতর্কতা জারি করেছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ । আজ সন্ধ্যে 6টা থেকে কাল সকাল 6টা পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ থাকবে । 50টিরও বেশি বিমানের উড়ান বাতিল হয়েছে । সেই সমস্ত বিমানের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে বিমান পরিবহণ সংস্থাগুলি । যে যাত্রীরা টিকিটের টাকা ফেরত নেবেন না, তাঁদের পরবর্তী বিমানগুলিতে সুবিধা মতো আসনের ব্যবস্থা করা হবে ।

শক্তি বাড়িয়েছে ঘূর্ণিঝড় বুলবুল ৷ বুলবুল যত কাছে আসছে আবহাওয়ার তত অবনতি হচ্ছে রাজ্যের‌ উপকূলবর্তী জেলাগুলিতে । বৃষ্টি হচ্ছে কলকাতা ও শহরতলিতে । সতর্ক অসামরিক বিমান পরিবহন মন্ত্রক । কলকাতা বিমানবন্দরে সতর্ক থাকতে বলা হয়েছে দমকলকে । বিমানবন্দরে কর্মীদের রাতে ছুটি নিতে নিষেধ করা হয়েছে ।

দেখুন ভিডিয়ো...
Intro:




বুলবুল ঘূর্ণিঝড়ের জেরে আগাম সর্তকতা অবলম্বন করা হল কলকাতা বিমানবন্দরে। জানা গিয়েছে আজ সন্ধ্যে ৬টা থেকে আগামীকাল সকাল বেলা ৬টা পর্যন্ত বিমান পরিষেবা বাতিল করা হয়েছে। যদিও আগেভাগেই আজ সকাল বেলার দিকেই ইন্ডিগো কলকাতা বিমানবন্দর থেকে তাদের ২৩ টি বিমান পরিষেবা বাতিল করেছে।

Body:আজ সন্ধ্যায় বেলার পরেই আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় বুলবুলের। বিপর্যস্ত হতে পারে জনজীবন। এই তীব্র গতির ঝড় মোকাবিলায় তৎপর হয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। কলকাতা বিমানবন্দরে থাকতে এলার্ট বলা হয়েছে দমকল বাহিনীকে। এছাড়াও সর্তকতা জারি করা হয়েছে। বিমানবন্দর কর্মীদের রাতে কোন ধরনের ছুটি নিতে নিষেধ করা হয়েছে। বিমান পরিষেবা বাতিল থাকলেও বিমানবন্দর কর্মীদের ছুটি বাতিল করা হয়নি। এমনটাই বিমানবন্দর সূত্রে খবর।
Conclusion:
Last Updated :Nov 9, 2019, 7:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.