বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি, উচিত শিক্ষা দেবই : বিমল গুরুং

author img

By

Published : Jan 7, 2021, 10:47 PM IST

bimal gurung says bjp will not be ruler party in bengal

কালিম্পংয়ের মেলা গ্রাউন্ডে জনসভার পর বিমল গুরুং বলেন,"বিজেপি ক্ষমতায় আসার জন্য প্রচার করছে আমরাও পালটা প্রচার করছি । আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বিজেপি কোনওভাবেই ক্ষমতায় আসবে না । বিজেপি আমার সঙ্গে আমার জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে । সেজন্য বিজেপিকে তার উচিত শিক্ষা দেবই ।"

কালিম্পং, 7 জানুয়ারি : "রাজ্যে কোনওভাবেই ক্ষমতায় আসবে না বিজেপি । খুব বেশি হলে 70 থেকে 80 টি আসন পেতে পারে তারা । আর পাহাড়ে আজ, কাল বা পরশু যেদিনই ইচ্ছে নির্বাচন হোক । পাহাড়ের তিনটে আসনেই জয় হবে গোর্খা জনমুক্তি মোর্চার ।" এভাবেই কালিম্পংয়ের জনসভায় বিজেপির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়লেন মোর্চা নেতা বিমল গুরুং ।

গোর্খা জনমুক্তি মোর্চার নেতা ও কর্মীদের ঘরে ফিরে আসার লক্ষ্য নিয়ে কালিম্পংয়ের মেলা গ্রাউন্ডে জনসভা করেন বিমল গুরুং । আজ সকালে প্রথমে কালিম্পং চিত্রে থেকে কালিম্পং বাজার হয়ে রোড শো করে মেলা গ্রাউন্ডে জনসভায় যোগ দেন । জনসভায় হাজির ছিলেন সাধারণ সম্পাদক রোশন গিরি-সহ মোর্চার প্রথম সারির নেতৃত্ব । জনসভার খোলা মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে টানা আক্রমণ হানেন বিমল গুরুং । আর জনসভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে কোনওভাবেই ক্ষমতায় না আসার কথা জানান তিনি ।

জনসভার পর বিমল গুরুং বলেন, "বিজেপি ক্ষমতায় আসার জন্য প্রচার করছে আমরাও পালটা প্রচার করছি । আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বিজেপি কোনভাবেই ক্ষমতায় আসবে না । বিজেপি আমার সঙ্গে আমার জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে । সেজন্য বিজেপিকে তার উচিৎ শিক্ষা দেবই ।" এইধরনের হুঙ্কারের পরই তিনি জানান, পাহাড়ের ছোটো থেকে ছোটো সমস্যার সমাধান করতে পারেনি বিজেপি । কী হিসেবে ভোট চাইবে বিজেপি? তিন বছর ধরে তৃণমূল নয় । বিজেপিই আমাকে কষ্ট দিয়েছে ।

রাজ্যে কোনওভাবেই ক্ষমতায় আসবে না বিজেপি : বিমল গুরুং

আরও পড়ুন :একুশের নির্বাচনে বিজেপিকে একটাও ভোট নয়, বীরপাড়ার সভা থেকে বললেন গুরুং

পাশাপাশি এদিন বিনয়পন্থী মোর্চার দলীয় কার্যালয় ভাঙার বিষয়ে বিমল গুরুং বলেন,"অভিযোগ হওয়ার আগে আমি যা বলব তা হয়ে যাবে? পুলিশ প্রশাসন তদন্ত করলেই সত্যিটা সামনে আসবে ।" পালটা অভিযোগ করে তিনি জানান, পাতলেবাসে বিমলপন্থী মোর্চার দলীয় কার্যালয়ে বিনয়পন্থী মোর্চার নেতা কর্মীরাই ভাংচুর করেছে । কড়া ভাষায় বিমল গুরুং বলেন, "পাহাড়ে বিনয়পন্থী মোর্চা অশান্তির সৃষ্টি করতে চাইলেও আমরা হতে দেব না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.