কালিম্পঙে বর্ষবরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত 2

author img

By

Published : Jan 4, 2021, 12:39 PM IST

photo

বর্ষবরণ অনুষ্ঠান চলাকালীন কালিম্পঙের মেলা গ্রাউন্ডে পদপিষ্ট হয়ে মৃত্যু হল দু'জনের ।

কালিম্পং, 4 জানুয়ারী : চলছিল বর্ষবরণের অনুষ্ঠান । সেখানে পদপিষ্ট হয়ে মৃত্যু হল দু'জনের । কালিম্পঙের মেলা গ্রাউন্ডের ঘটনা ।

গতরাতে কালিম্পঙের মেলা গ্রাউন্ডে বর্ষবরণ উপলক্ষ্যে গানের অনুষ্ঠানের আয়োজন করা হয় । যে কারণে মাঠে ভিড় উপচে পড়ে । প্রবেশপথে এতটাই ভিড় হয় যে অনেকেই পড়ে যান । পদপিষ্ট হয়ে দু'জনের মৃত্যু হয় । সাতজন আহত হয়েছেন ।

মৃত দু'জনের নাম অনিতা ছেত্রী এবং বনিতা গুরুং । তাঁরা দু'জনেই কালিম্পঙের হিল টপের বাসিন্দা । পাশাপাশি মিক্সন তামাং এবং অনিতা সুব্বা নামে দুই যুবতিকে শিলিগুড়ি হাসপাতালে রেফার করা হয়েছে ।

এছাড়া প্রতীক্ষা ছেত্রী, অনিতা রাই, পরিমা রাই কালিম্পং জেলা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন । ঘটনায় পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে । ওই ধরনের বড় অনুষ্ঠানে কেন পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়নি সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । কালিম্পঙের পুলিশ সুপার জানান, আয়োজক সংস্থার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.