Sevok Rail Project Accident : সেবকে নির্মীয়মাণ রেল প্রকল্পে দুর্ঘটনা, মৃত দুই শ্রমিক

author img

By

Published : Dec 20, 2021, 1:31 PM IST

Updated : Dec 20, 2021, 6:41 PM IST

two labourers dies in an accident while working on sevok rangpo rail project

সেবক থেকে রংপো রেলপথ নির্মাণ হচ্ছে (Sevok Rangpo Rail Project) ৷ গত 18 জুন টানেল নির্মাণের সময় মাটি চাপা পড়ে মৃত্যু হয় দুই শ্রমিকের ৷ তার পর আবার একই ধরনের দুর্ঘটনায় মৃত্যু হল আরও দুই শ্রমিকের (two labourers die in an accident while working on sevok rangpo rail project) ।

কালিম্পং, 20 ডিসেম্বর : ফের বড়সড় ধাক্কা সেবক-রংপো রেল প্রকল্পে । এবার মাটি চাপা পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের । এর আগে গত 18 জুন টানেল নির্মাণের সময় নরেশ সোরেন ও সালখু মুর্মু নামে দুই শ্রমিকের ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছিল ।

এবার ওই প্রকল্পের অধীনেই কালিম্পং জেলার কালিখোলায় সেবক-রংপোর সেতু নির্মাণের সময় মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে আরও দুই শ্রমিকের (two labourers die in an accident while working on sevok rangpo rail project) । তাছাড়া এখনও পর্যন্ত ওই প্রকল্পের কাজ করতে গিয়ে মোট সাত জনের মৃত্যু হয়েছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় মৃত্যু হয়েছে সন্তোষ রায় (25) এবং কারু ওঁরাও (25) নামে দুই শ্রমিকের । দু’জনেই ঝাড়খণ্ডের বাসিন্দা । ঘটনার পরই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ । উঠছে গাফিলতির অভিযোগ ।

রবিবার রাতে কালিখোলায় সেতু নির্মাণের জন্য পিলার তৈরির মাটি কাটতে খাদে নামে ওই দুই শ্রমিক । এরপরই আচমকা উপর থেকে মাটি চাপা পড়ে যায় । বিষয়টি দেখা মাত্রই অন্য শ্রমিকরা কোনওমতে ওই দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করে ।

খবর পাওয়া মাত্র বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষ ও বরাত প্রাপ্ত ইরকন সংস্থার সঙ্গে যোগাযোগ করেন দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম ও অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ । এস পুন্নমবলম বলেন, "দুই শ্রমিকের মৃত্যু হয়েছে । তাঁদের দেহ পাঠানো হয়েছে । রেল কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করা হয়েছে ।"

আরও পড়ুন : Landslide : পেলিং যাওয়ার রাস্তায় আচমকা ধস, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পর্যটকরা

প্রসঙ্গত, সেবক থেকে রংপো রেলপথ নির্মাণে (Sevok Rangpo Rail Project) উদ্যোগ নেয় উত্তর-পূর্ব সীমান্ত রেল । 2020 সালে ওই রেলপথ নির্মাণের কাজ শুরু হয় । ওই রেলপথ নির্মাণের 70 শতাংশ পথে 14 টি টানেল-সহ দশটির বেশি সেতু রয়েছে । মোট 44 কিলোমিটার রেল পথের মধ্যে 41 কিলোমিটার পশ্চিমবঙ্গ ও সাড়ে তিন কিলোমিটার সিকিমের অধীনে রয়েছে ।

Last Updated :Dec 20, 2021, 6:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.