প্রশাসনিক কাজে গতি আনতে ব্লক বাড়ল কালিম্পংয়ে

author img

By

Published : Jul 5, 2021, 10:00 PM IST

kalimpong

কালিম্পং শহর থেকে 21 কিলোমিটার দূরে এই ব্লক । আলগাড়া ব্লকের 13টি গ্রাম পঞ্চায়েতের থেকে ছটি গ্রাম পঞ্চায়েতকে নিয়ে পেডং ব্লক তৈরি করেছে জেলা প্রশাসন । সোমবার ওই ব্লক কার্যালয়ের আনুষ্ঠানিক সূচনা করেন কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলা । উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ।

কালিম্পং, 5 জুলাই : নতুন জেলা হিসেবে কেটেছে মাত্র চারটি বছর । কিন্তু এর মধ্যেই নজরকাড়া পারফরম্যান্স এই জেলার । তাই প্রশাসনিক কাজে আরও গতি আনতে কালিম্পং জেলায় বাড়ানো হল আরও একটি নতুন ব্লক । কালিম্পং 1, কালিম্পং 2 বা গরুবাথান ও কালিম্পং 3 বা আলগাড়া এই তিনটি ব্লক নিয়ে তৈরি হয়েছিল কালিম্পং জেলা । চার নম্বর ব্লক হিসেবে যুক্ত হল পেডং ।

কালিম্পং শহর থেকে 21 কিলোমিটার দূরে এই ব্লক । আলগাড়া ব্লকের 13টি গ্রাম পঞ্চায়েতের থেকে ছটি গ্রাম পঞ্চায়েতকে নিয়ে পেডং ব্লক তৈরি করেছে জেলা প্রশাসন । সোমবার ওই ব্লক কার্যালয়ের আনুষ্ঠানিক সূচনা করেন কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলা । উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ।

ব্লক বাড়ল কালিম্পংয়ে

আরও পড়ুন : কালিম্পংয়ে টানেল নির্মাণ চলাকালীন ধসে মৃত্যু, রিপোর্ট তলব রেলের

নতুন ব্লকের প্রথম বিডিও হিসেবে নিযুক্ত করা হয়েছে কৌশিক চক্রবর্তীকে । ওই ব্লকের জনসংখ্যা 22 হাজার । আপাতত গ্রাম পঞ্চায়েত অফিসেই ওই ব্লকের কাজ চলবে । ওখানেই বসবেন বিডিও । তবে খুব দ্রুত বিডিও কার্যালয় তৈরি হবে নতুন প্রশাসনিক ভবনে । কিছুদিনের মধ্যেই রাজ্যের তরফে এর অনুমোদন মিলবে বলে জানিয়েছেন জেলাশাসক আর বিমলা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.