Hill Political Solution : ভেস্তে গেল পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য ডাকা মোর্চার সেমিনার

author img

By

Published : Apr 2, 2022, 9:18 PM IST

gjm-seminar-for-hill-political-solutions-is-a-failure

বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা (Gorkha Janmukti Morcha) পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান চায় ৷ তাই তারা শনিবার কালিম্পংয়ে একটি সেমিনারের আয়োজন করে ৷ কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল ও অনান্যদের অনুপস্থিতিতে সেই প্রচেষ্টা একপ্রকার ভেস্তেই গেল বলা যায় (GJM Seminar for Hill Political Solutions is a failure) ৷

কালিম্পং, 2 এপ্রিল : ভেস্তে গেল পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য গোর্খা জনমুক্তি মোর্চার ডাকা নাগরিক কনভেনশন এবং সেমিনার (GJM Seminar for Hill Political Solutions is a failure) ।

শনিবার কালিম্পংয়ের একটি হোটেলে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য নাগরিক কনভেনশনের ডাক দিয়েছিল গোর্খা জনমুক্তি মোর্চা । সেই সেমিনার এবং কনভেনশনে আমন্ত্রণ জানানো হয়েছিল অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, বিজেপির রাজু বিস্তা (Darjeeling BJP MP Raju Bista), হরকা বাহাদুর ছেত্রীর জন আন্দোলন পার্টি, জিএনএলএফ, অজয় এডওয়ার্ডের হামরো পার্টি-সহ সমস্ত রাজনৈতিক দল, বুদ্ধিজীবী ও পাহাড়বাসীকে ।

কিন্তু মোর্চার ওই সেমিনার প্রথমেই মুখ থুবড়ে পড়ে । কারণ, আমন্ত্রণ জানানো হলেও এদিনের সেমিনারে অনুপস্থিত ছিলেন খোদ বিমল গুরুং । পাশাপাশি এদিনের সেমিনারে গরহাজির ছিলেন বিজেপি সাংসদ রাজু বিস্তা, অনিত থাপা, হরকা বাহাদুর ছেত্রীরা ও হামরো পার্টি । যার ফলে গোটা সেমিনারটাই ভেস্তে গিয়েছে ।

প্রসঙ্গত, বিধানসভা এবং দার্জিলিং পৌরসভা নির্বাচনের (Darjeeling Municipality Elections 2022) আগে কেন্দ্রীয় সরকার পাহাড়ে বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দলগুলি দাবি মেনে স্থায়ী রাজনৈতিক সমাধানের আশ্বাস দিয়েছিল । ড্যামেজ কন্ট্রোল করতে একইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Bengal CM Mamata Banerjee) স্থায়ী রাজনৈতিক সমাধানের আশ্বাস দেন । শুধু তাই নয় সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এসে পাহাড়ের সমস্ত রাজনৈতিক দলগুলিকে একত্রিত হয়ে পাহাড়ের উন্নয়নে কাজ করার জন্য এগিয়ে আসার বার্তা দিয়েছিলেন ।

শনিবার কালিম্পংয়ে মোর্চার ডাকা নাগরিক কনভেনশনে দেখা যায়নি রাজনৈতিক ব্যক্তিত্বদের

আর সেই সময় সমস্ত রাজনৈতিক দল একত্রিত হওয়ার ইঙ্গিত দিলেও উল্টো পথে হেঁটে ছিল বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা । জিটিএ নির্বাচনের পরিবর্তে স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি তুলেছিল মোর্চা । প্রায় এক প্রকার হুমকির স্বরেই নাগরিক কনভেনশন থেকে একটি সেমিনারের মধ্য দিয়ে পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের রোডম্যাপ তৈরি করার পরিকল্পনা করেছিল বিমল গুরুং, রোশন গিরিরা ।

কিন্তু এদিনের সেমিনারে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দলগুলির অনুপস্থিতি এক প্রকার সমস্যা বাড়িয়ে দিল মোর্চার । যদিও এদিনের সেমিনারে কালিম্পং জেলার একশ্রেণীর বুদ্ধিজীবী এবং পাহাড়বাসীর একাংশকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে । কিন্তু সেমিনার থেকে কোনোরকম সিদ্ধান্তে আসতে পারেনি আয়োজক কমিটি ।

ওই বিষয়ে প্রাক্তন অধ্যাপক তথা রাজনীতিবিদ মহেন্দ্র পি লামা বলেন, "পাহাড় আলাদা রাজ্য কিংবা স্বায়ত্তশাসিত অঞ্চল হোক, তা আমাদের বহুদিনের স্বপ্ন ও দাবি । যা এখনও পর্যন্ত কেন্দ্র কিংবা রাজ্য সরকার, কেউই দেয়নি । তবে আমরা চাই খুব দ্রুত এই প্রক্রিয়া শুরু করা হোক । আর সেই সমস্যার সমাধান রাজ্যকে না ভেঙেও করা সম্ভব । পাশাপাশি কেন্দ্র সরকার চাইলেও আমাদের দাবি পূরণ হতেই পারে ।"

গোর্খা জনমুক্তি মোর্চা সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, "এদিনের সেমিনার কনভেনশন থেকে আমরা কোনও সিদ্ধান্তে আসতে পারিনি । কেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এদিনের সেমিনারে উপস্থিত হয়নি, তা আমি বলতে পারব না । তবে প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃত্ব এবং প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল । তবে সেমিনার এদিন সফল হয়েছে ৷ আমরা এই সেমিনারে নির্যাস একটি ড্রাফটের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাব ।"

আরও পড়ুন : Darjeeling politics: বেসুরো গুরুং, স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবিতে আমরণ অনশনের হুমকি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.