করোনা মৃতদের দাহ করতে কালিম্পংয়ে বৈদ্যুতিক চুল্লি চালু রাজ্য সরকারের

author img

By

Published : May 15, 2021, 8:18 PM IST

করোনা মৃতদের দাহ করতে কালিম্পংয়ে বৈদ্যুতিক চুল্লি চালু রাজ্য সরকারের

দার্জিলিংয়ের পাশাপাশি কালিম্পং জেলাতেও করোনার সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী । এছাড়াও এর আগে কালিম্পং জেলায় শবদেহ দাহর জন্য কোনও বৈদ্যুতিক চুল্লি ছিল না ।

কালিম্পং, 15 মে : কালিম্পংয়ে করোনায় সংক্রমিত হয়ে মৃতদেহ দাহ করার সমস্যা সমাধানে উদ্যোগী রাজ্য সরকার । রাজ্যের উদ্যোগে তিন কোটি টাকা খরচ করে বসানো হয়েছে বৈদ্যুতিক চুল্লি । আগামী সপ্তাহেই কালিম্পংয়ে শুরু হতে চলেছে ওই বৈদ্যুতিক চুল্লি ।

দার্জিলিংয়ের পাশাপাশি কালিম্পং জেলাতেও করোনার সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী । এছাড়াও এর আগে কালিম্পং জেলায় শবদেহ দাহর জন্য কোনও বৈদ্যুতিক চুল্লি ছিল না । যদিও পাহাড়বাসীর সংস্কৃতি অনুযায়ী, মূলত দেহ সৎকারের জন্য মাটিতেই কবর দেওয়ার রীতি রয়েছে । তবে অন্যান্য সম্প্রদায়ের কোনও মানুষের মৃত্যু হলে কালিম্পং শহর সংলগ্ন ভালুকূপের শ্মশানঘাটে কাঠের মাধ্যমে মৃতদেহ দাহ করা হত ।

কিন্তু করোনায় কালিম্পং জেলায় এখনও সংক্রমিত হয়েছেন 3 হাজার 447 জন । মৃত্যু হয়েছে 31 জনের । গত তিনদিনে মৃত্যু হয়েছে পাঁচ জনের । এই অবস্থায় করোনা সংক্রমিত হয়ে মৃতদেহ দাহ করতে বেশ বিপাকে পড়তে হচ্ছিল স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনকে । এখনও পর্যন্ত করোনায় সংক্রমিতদের মৃতদেহ দাহ ভালুকূপের শ্মশানঘাটে কাঠের মাধ্যমে দাহ করা হত ।

কিন্তু এখন থেকে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুর পাশাপাশি অন্যান্য রোগে আক্রান্ত হয়ে মৃতদেহ দাহতে বেশি বেগ পেতে হত । সেই সমস্যা সমাধানে উদ্যোগী হয় রাজ্য সরকার । রাজ্য সরকারের উদ্যোগে ভালুকূপে তৈরি করা হয়েছে শবদেহ দাহের চুল্লি ।

ওই বিষয়ে কালিম্পং পুরসভার চেয়ারম্যান রবি প্রধান বলেন, "রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় ওই বৈদ্যুতিক চুল্লি বসানো হয়েছে । সেজন্য রাজ্য সরকারকে ধন্যবাদ । মূলত এখন যে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হচ্ছে, সেসব দেহ ওই চুল্লিতে দাহ করা হবে । এতে সমস্যা অনেকটাই মিটবে । 20 মে থেকে চুল্লি চালু করা হবে ।"

কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলা বলেন, "রাজ্য সরকার আর্থিক সহযোগিতায় পূর্ত দফতর কাজ করেছে । কাজ সম্পূর্ণ হয়েছে । করোনায় সংক্রমিত হয়ে মৃতদেহ ওই চুল্লিতে দাহ করা হবে । সেই বিষয়ে স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের সঙ্গে আলোচনা চলছে ।"

আরও পড়ুন : পরিবহন বন্ধের নির্দেশ, কপালে চিন্তার ভাঁজ চালকদের

কালিম্পং পুরসভা সূত্রে জানা গিয়েছে, পূর্ত দফতর কাজ করলেও ওই চুল্লি পরিচালনার করবে কালিম্পং পুরসভা কর্তৃপক্ষ । দু’টি চুল্লির মধ্যে মূলত করোনা সংক্রমিতর দেহ দাহ করার পাশাপাশি স্যানিটাইজ করে অন্যান্য দেহ দাহ করা হবে । আরও জানা গিয়েছে, পরিকাঠামোগত উন্নয়নের জন্য 2 কোটি 57 লক্ষ টাকা খরচ হয়েছে । পাশাপাশি দু’টি বৈদ্যুতিক চুল্লি বসাতে খরচ হয়েছে 27 লক্ষ টাকা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.