পাহাড়ের তিন আসনে গেরুয়া প্রার্থীদের মনোনয়ন জমা

author img

By

Published : Mar 29, 2021, 6:27 PM IST

পাহাড়ের তিন আসনে গেরুয়া প্রার্থীদের মনোনয়ন জমা

কার্শিয়াং বিধানসভার বিজেপি প্রার্থী বিষ্ণুপ্রসাদ শর্মার মনোনয়নপত্র জমার মিছিলে ছিলেন কৈলাস বিজয়বর্গীয় ৷ একইভাবে দার্জিলিং বিধানসভা কেন্দ্রের মনোনয়ন জমার মিছিলে ছিলেন সাংসদ রাজু বিস্তা ৷

কালিম্পং, 29 মার্চ : পাহাড়ের তিন আসনে বিজেপির তিন প্রার্থীর মনোনয়ন জমাকে কেন্দ্র করে ঝড় তুলল গেরুয়া শিবির । সোমবার সকালে দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াং বিধানসভা কেন্দ্রের তিনটি আসনে মনোনয়ন জমা দেন বিজেপির তিন প্রার্থী ।

কার্শিয়াং বিধানসভার বিজেপি প্রার্থী বিষ্ণুপ্রসাদ শর্মা মিছিল করে মনোনয়নপত্র জমা দেন ৷ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ৷ একইভাবে দার্জিলিং বিধানসভা কেন্দ্রের মনোনয়ন জমা দেওয়ার মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ রাজু বিস্তা এবং জিএনএলএফের দার্জিলিং শাখার সভাপতি অজয় এডওয়ার্ড ৷ কালিম্পংয়ে মনোনয়ন জমা করেন সদ্য বিমল গুরুং পন্থী মোর্চা থেকে বিজেপিতে যোগদানকারী শুভ প্রধান ।

বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা ঘিরে মিছিল বেরোয় পাহাড়ে

আরও পড়ুন : বদলে গেল প্রার্থী, মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রে তৃণমূলের নতুন মুখ

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৈলাস বিজয়বর্গীয় তিন আসনেই জয়ের বিষয়ে আশা প্রকাশ করেন ৷ প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, "জুন মাস থেকে পাহাড়ের প্রতিটি চা বাগানের শ্রমিকের সাড়ে 300 টাকা করে মজুরি হবে ।’’ শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নেও আশ্বাস দেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.