তৃণমূল কর্মীর উপর হামলা, শুভেন্দুদের জঙ্গলমহলে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি বীরবাহার

author img

By

Published : Jun 28, 2021, 6:18 PM IST

Updated : Jun 28, 2021, 7:03 PM IST

subhendu adhikari will not be allowed to enter junglemahal, says birbaha hansda

ঝাড়গ্রামে হামলা চালানো হয়েছে তৃণমূল কর্মীর উপর ৷ বিজেপিই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করে মন্ত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hansda) বলেন, শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)-সহ বিজেপি নেতাদের ঝাড়গ্রামে ঢুকতে দেওয়া হবে না ৷

ঝাড়গ্রাম, 28 জুন : তৃণমূল কর্মীর উপর হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ ঝাড়গ্রামের এই ঘটনার পর সেখানকার বিধায়ক বীরবাহা হাঁসদা (Birbaha Hansda) বলেছেন, শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) সফরের পরই এই অশান্তি ৷ তাই আগামী দিনে তিনি ও অন্যান্য বিজেপি নেতাদের জঙ্গলমহলে ঢুকতে দেওয়া হবে না ৷

রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম শহর লাগোয়া কাঞ্চন ওয়েল মিলের কাছে । জখম তৃণমূল কর্মীর নাম অঞ্জন পান্ডা (19)। তাঁর বাড়ি ঝাড়গ্রাম পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লি এলাকায় । এ দিন তাঁকে ফোন করে দক্ষিণসোলের এক যুবক ঝাড়গ্রাম কাঞ্চন ওয়েল মিলের কাছে ডাকে । অঞ্জন সেখানে যাওয়ার পর তাঁকে ঘিরে ধরে ভোজালি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ । হামলাকারীর সঙ্গে আরও চারজন ছিল বলে জানিয়েছে অঞ্জন । তারাই তাঁকে ভোজালি দিয়ে আঘাত করেছে বলে তিনি অভিযোগ করেন ।

আরও পড়ুন: রাজ্যে 15 জুলাই পর্যন্ত বিধিনিষেধ , চালু হচ্ছে বাস পরিষেবা

বিষয়টি জানতে পেরে পরিবারের লোকেরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান । খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে যান ঝাড়গ্রামের বিধায়ক তথা বন দফতরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা । তিনি বলেন, বিষয়টি ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষকে জানানো হয়েছে । তিনি অভিযুক্তদের গ্রেফতার করার জন্য পদক্ষেপ করবেন বলে আশ্বাস দিয়েছেন । সেই সঙ্গে মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, "নির্বাচনের পর শান্ত ঝাড়গ্রামকে অশান্ত করে তোলার জন্য শনিবারই একজন এসেছিলেন । তিনি হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁর উস্কানিতেই ফের জঙ্গলমহলকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি । আগামী দিনে শুভেন্দু অধিকারী-সহ বিজেপির কোনও নেতাকে জঙ্গলমহলে ঢুকতে দেব না ।'

আরও পড়ুন: অর্জুন সিংয়ের বাড়ি কাছেই চলল গুলি, জখম বিজেপি সমর্থক

তিনি আরও বলেছেন, জঙ্গলমহলের শান্তি বজায় থাকবে, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে । যদি কেউ উস্কানিমূলক বক্তব্য রেখে জঙ্গলমহলকে অশান্ত করার চক্রান্ত করে, তার বিরুদ্ধে জঙ্গলমহলের মানুষ রুখে দাঁড়াবে । তিনি ওই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছেন । বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দলের ওই কর্মীর উপর হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন । তবে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের আনা অভিযোগ অস্বীকার করা হয়েছে । পুলিশের ঘটনার তদন্ত শুরু করেছে ।

Last Updated :Jun 28, 2021, 7:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.