BJP office bearer Resign : বঙ্গে শাহি সফরের মাঝেই ঝাড়গ্রামে বিজেপি পদাধিকারীদের গণপদত্যাগ

author img

By

Published : May 5, 2022, 5:50 PM IST

Updated : May 5, 2022, 6:00 PM IST

BJP Activist Resigns in Jhargram

জেলায় জেলায় বিজেপি কর্মীদের ক্ষোভ প্রকাশ্যে এসেছে ৷ বলা হচ্ছে, দলের উচ্চমহলের চাপানউতোর, দলীয় কোন্দল মেটাতেই রাজ্য সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তার মধ্যেই স্বজনপোষণের অভিযোগ তুলে ঝাড়গ্রামে গণপদত্যাগ বিজেপি পদাধিকারীদের (BJP office bearer Resign in Jhargram)৷

ঝাড়গ্রাম, 5 মে: বৃহস্পতিবার দু’দিনের রাজ্য সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ শাহি সফরের মধ্যেই ঝড়গ্রামে প্রকাশ্যে দলের অন্তর্কলহ ৷ স্বজনপোষণের অভিযোগে গণপদত্যাগ বিজেপি পদাধিকারীদের ৷ এদিন ঝাড়গ্রাম বিজেপি কার্যালয়ে জেলা সভাপতিকে চিঠির মাধ্যমে তাঁরা পদত্যাগের কথা জানান ৷ প্রায় দেড়শো’র কাছাকাছি বিজেপি পদাধিকারী পদত্যাগ করেন ৷ এদিন পদত্যাগ করেন ঝাড়গ্রাম জেলা কমিটির সদস্য, মণ্ডল সদস্য, শক্তিকেন্দ্র প্রমুখ, ও বুথ সভাপতিরা (BJP office bearer Resign in Jhargram) ৷

বিধানসভা নির্বাচনের সময় বিনপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পালহান সরেন । তিনি স্বজনপোষণের অভিযোগ তোলেন । তাঁর কথায়, ‘‘বর্তমান সময়ে যে নতুন কমিটি গঠন হয়েছে তাতে সকলেই নতুন ৷ তাঁদের রাজনৈতিক কোনও অভিজ্ঞতা নেই । এইভাবে ভারতীয় জনতা পার্টি চলতে পারে না । বর্তমান জেলা সভাপতি যতক্ষণ না পর্যন্ত পরিবর্তন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে বিজেপির ফল ভাল হবে না ।

বঙ্গে শাহি সফরের মাঝেই ঝাড়গ্রামে বিজেপি পদাধিকারীদের গণপদত্যাগ

আরও পড়ুন: Amit Shah's Bengal Visit : কলকাতায় নেমেই বাংলায় শাহী-টুইট, দু'দিনের বঙ্গ সফরে ঠাসা কর্মসুচি

বাংলায় অমিত শাহ আসার দিনে গণপদত্যাগ প্রসঙ্গে পালহান সরেন জানান, অমিত শাহজি আজ বাংলায় আসছেন নিশ্চয়ই পার্টির ভাল করবেন । আজ পশ্চিমবাংলায় চারদিকে শুধু বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের দেখা যাবে, কোনও নেতাকে দেখা যাবে না ।

Last Updated :May 5, 2022, 6:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.