BJP Nabanna Abhijan: বিজেপির নবান্ন অভিযান রুখতে ঝাড়গ্রাম শহরে ঢোকার সব রাস্তায় ব্যারিকেড পুলিশের

author img

By

Published : Sep 13, 2022, 9:01 AM IST

Updated : Sep 13, 2022, 10:15 AM IST

Police Barricade in Jhargram to Stop BJP Nabanna Abhijan

ঝাড়গ্রাম থেকে বিজেপি কর্মীদের নবান্ন অভিযানে (BJP Nabanna Abhijan) যোগ দেওয়া রুখতে 'তৎপর পুলিশ' ৷ ঝাড়গ্রাম শহরে ঢোকার সব রাস্তায় ব্যারিকেড (Police Barricade in Jhargram) করে কর্মীদের আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ

ঝাড়গ্রাম, 13 সেপ্টেম্বর: বিজেপির নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan) রুখতে ঝাড়গ্রাম জেলাতেও পুলিশি তৎপরতা ৷ বিজেপি কর্মীদের ঝাড়গ্রাম থেকে হাওড়ার দিকে যাওয়া আটকাতে রাস্তায় ব্যারিকেড করল পুলিশ (Police Barricade in Jhargram) ৷ ঝাড়গ্রাম রেল স্টেশন সংলগ্ন সুভাষ পার্কে বিশাল ব্যারিকেড তৈরি করা হয়েছে ৷ ঝাড়গ্রাম শহরে ঢোকার প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তা যেমন, লোধাশুলি, দহিঝুড়ি, জামবনির দিক থেকে পুলিশ ব্যারিকেড করে দিয়েছে ৷

রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি ৷ আজ সকাল 11টা থেকে এই অভিযান শুরু হওয়ার কথা ৷ তাই বিজেপি নেতা কর্মীদের নবান্ন অভিযান রুখতে প্রতিটি জেলায় তৎপর হয়েছে পুলিশ প্রশাসন ৷ সেই ছবি দেখা গেল ঝাড়গ্রামেও ৷ বাস, অটো, পণ্যবাহী গাড়ি সবকিছুতেই চলছে তল্লাশি অভিযান ৷ গাড়ির ভিতরে থাকা সকল যাত্রীদের তল্লাশি চালানো হচ্ছে ৷ কে কোথায় যাচ্ছে, তা জানতে চাইছে পুলিশ ৷

মূলত, গাড়িগুলিতে কর্মীদের কেউ থাকলে তাঁদের আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি ৷ নবান্ন অভিযানের অনুমতি না থাকায় বিজেপি কর্মীদের তাঁদের জেলাতেই আটকে দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন: নবান্ন অভিযানের জেরে মঙ্গলে শহর অবরুদ্ধ হওয়ার আশঙ্কা, নিয়ন্ত্রিত হবে হাওড়া ও দ্বিতীয় হুগলি ব্রিজে যান চলাচল

বিজেপির গোপীবল্লভপুর বিধানসভার পর্যবেক্ষক জয়ন্ত রায় বলেন, ‘‘আমাদের সমর্থকদের রেল স্টেশনে আসতে বাধা দিচ্ছে পুলিশ ৷ স্টেশনে আসার পথে জামবনির রাস্তায় ও মুনিয়ার মোড়ে পুলিশ ব্যারিকেড করে কর্মী সমর্থকদের আটকে দিয়েছে ৷ নবান্ন অভিযানকে ব্যর্থ করার চক্রান্ত করছে পুলিশ ৷’’

আরও পড়ুন: বিজেপির নবান্ন অভিযানে ভয় পেয়ে জেলা সফরে মমতা, কটাক্ষ সুকান্তর

Last Updated :Sep 13, 2022, 10:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.