ঝাড়গ্রামের দহিজুড়ি স্কুলে বসল অক্সিজেন পার্লার

author img

By

Published : Jun 2, 2021, 6:22 AM IST

ঝাড়গ্রামের দহিজুড়ি স্কুলে শুরু হল অক্সিজেন পার্লার

প্রায় 24 ঘন্টাই চালু থাকবে অক্সিজেন পার্লার । অক্সিজেন সাপ্লাইয়ের জন্য দুটো কনসেনট্রেটর মেশিন বসানো হয়েছে ।

ঝাড়গ্রাম, 2 জুন : করোনা মোকাবিলায় ঝাড়গ্রামে শুরু হল অক্সিজেন পার্লার ও কোভিড সহায়তা কেন্দ্র । মঙ্গলবার এএসঅফএইচএম ও মুক্তি নামক স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে ঝাড়গ্রাম জেলার দহিজুড়ি এলাকায় এই অক্সিজেনের পার্লার শুরু হয়েছে । দহিজুড়ি মহাত্মা বিদ্যাপীঠ হাইস্কুলে চালু হয়েছে এই অক্সিজন পার্লার ৷ গতকাল বিকেলে অক্সিজেন পার্লারের উদ্বোধন করেন রাজ্যের বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা । উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মৃন্ময় হোতা-সহ অন্যরা ।

প্রায় 24 ঘন্টাই চালু থাকবে এই পার্লার । অক্সিজেন সাপ্লাইয়ের জন্য দুটো কনসেনট্রেটর মেশিন বসানো হয়েছে । এই অক্সিজেন পার্লারে প্রায় 100 জন করোনা আক্রান্ত ব্যক্তির জন্য ওষুধ মজুত রয়েছে । স্কুলের প্রধান শিক্ষক মৃন্ময় হোতা বলেন, "এলাকার শিক্ষক হয়ে মানুষের জন্য কিছু করতে চেয়েছিলাম । পরে মুক্তি নামক স্বেচ্ছাসেবক সংগঠনের কাছ থেকে সাহায্যের আশ্বাস পেয়ে এই অক্সিজেন পার্লারটি চালু করা হয়েছে । 24 ঘন্টা এখানে মানুষ পরিষেবা পাবেন ।"

ঝাড়গ্রামের দহিজুড়ি স্কুলে বসল অক্সিজেন পার্লার

আরও পড়ুন : জুলাইতেই প্রতিদিন মিলবে 1 কোটি করোনা টিকা : আইসিএমআর প্রধান

উদ্বোধন করতে এসে রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, "সব সময় হাসপাতালে যাওয়া সম্ভব হয় না । মানুষ এই অক্সিজেন পার্লারের সুবিধা পেলে খুবই উপকৃত হবেন । যাঁদের উদ্যোগে এটি চালু হল তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.