Mamata Banerjee at Jhargram : এখানে আর মাওবাদী নেই, যারা ছিল তারা এখন আমাদের সঙ্গে : মমতা

author img

By

Published : May 19, 2022, 9:08 PM IST

Mamata Banerjee at Jhargram news

এখানে মাওবাদী নেই । যারা আগে মাওবাদী ছিল তারা এখন আমাদের সঙ্গে কাজ করে । অনেকে তাঁরা পুলিশে নিয়োগ হয়েছে ৷ মাওবাদী প্রসঙ্গে ঝাড়গ্রামের সভায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (No more Maoist in Jhargram)।

ঝাড়গ্রাম, 19 মে : "এখানে আর মাওবাদী নেই ৷ যাঁরা মাওবাদী ছিল, তাঁরা এখন আমাদের সঙ্গে কাজ করে ৷" ঝাড়গ্রামের কর্মিসভা থেকে এ কথাই বললেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (No Maoist in Jhargram) ।

মাসকয়েক ধরে জঙ্গলমহল জুড়ে ফের উঠেছিল মাওবাদী রব ৷ প্রায় প্রতিদিনই ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই চার জেলায় মাওবাদী নামাঙ্কিত সাদা পাতার উপর লাল কালির পোস্টার পাওয়া যাচ্ছিল । জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপ বেড়ে যাওয়ায় 15 দিনের হাই অ্য়ালার্ট জারি করা হয় । এছাড়াও মাওবাদীদের ডাকা বনধগুলাে কার্যত সফল হয় । যার দরুণ জঙ্গলমহলে নতুন করে মাওবাদী আতঙ্ক দানা বাঁধে ।

আরও পড়ুন : 'এত সুন্দর ঝাড়গ্রাম', পর্যটনের উন্নতিতে যুবসমাজকে এগিয়ে আসার বার্তা মুখ্যমন্ত্রীর

মাওবাদী আতঙ্ক প্রসঙ্গে এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামিদিনে ঝাড়গ্রামে কেউ হিংসার খেলা খেলতে সাহায্য করবেন না । যদি কেউ ভয় দেখায় আর যদি কেউ মাওবাদী বলে মিথ্যে আতঙ্ক প্রচার করে, তার বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে । এখানে মাওবাদী নেই । যারা আগে মাওবাদী ছিল তারা এখন আমাদের সঙ্গে কাজ করে । তাঁরা পুলিশে জয়েন করেছে । প্রায় এক হাজারেরও বেশি ছেলেমেয়েদের আমরা হোম গার্ডের চাকরি দিয়েছি । যারা মাওবাদী করত তারা আত্মসমর্পণ করেছে, আমি তাদের কথা বলছি । এছাড়াও যে সকল পরিবার মাওবাদী হানায় নিহত হয়েছে, তাঁদেরও প্রায় 556 জনকে আমরা চাকরি দিয়েছি । গতকালও 35 থেকে 37 জনের হাতে চাকরির লেটার তুলে দিয়েছি ৷"

যারা আগে মাওবাদী ছিল তারা এখন আমাদের সঙ্গে কাজ করছে, ঝাড়গ্রামের সভায় বললেন মমতা

দু'দিনের জঙ্গলমহল সফরে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করেন তিনি । আজ বৃহস্পতিবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে কর্মিসভা করেন । কর্মিসভার শেষে হেলিকপ্টারে করে কলকাতার উদ্দেশে রওনা দেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.