Minor Girl Rescued অপহরণের দেড় বছর পর তামিলনাড়ু থেকে উদ্ধার নাবালিকা, গ্রেফতার 1

author img

By

Published : Aug 27, 2022, 10:18 PM IST

Nayagram Police rescued Minor girl from Tamil Nadu

অপহরণের দেড় বছর পর তামিলনাড়ু থেকে নাবালিকাকে উদ্ধার করল নয়াগ্রাম থানার পুলিশ (Minor Girl Rescued) ৷ গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে । ধৃত যুবকের নাম বিশাল মাহাতো (22)। অভিযুক্ত যুবককে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

ঝাড়গ্রাম, 27 অগস্ট: অপহরণের দেড় বছর পর নাবালিকাকে উদ্ধার করল নয়াগ্রাম থানার পুলিশ (Nayagram Police rescued Minor girl from Tamil Nadu)৷ গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে । ধৃত যুবকের নাম বিশাল মাহাতো (22) । তার বাড়ি ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার অন্তর্গত বড়নিগুই গ্রামে ।

2021 সালের 24 ফ্রেবুয়ারি নয়াগ্রাম থানায় নাবালিকার পরিবার অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অপহরণের মামলা রুজু করে । অপহরণের পর যুবক তার ফোন সুইচ অফ করে দেয় । তারপর এলাকার যুবকের পরিচিতদের মাধ্যমে যুবকের ফোন নম্বরের সন্ধান পায় পুলিশ । তারপর সেই মোবাইল নম্বর ট্র্যাক করে মামলার তদন্তকারী অফিসার অরুণ লোহার জানতে পারেন ছেলেটি তামিলনাড়ুতে রয়েছে। জেলা পুলিশের অনুমতি নিয়ে সেখানে পৌঁছয় অরুণ লোহারের নেতৃত্বে চার সদস্যের পুলিশের টিম ।

গত 24 অগস্ট যুবককে গ্রেফতার করে এবং নাবালিকাকে উদ্ধার করে পুলিশ । পরের দিন 25 অগস্ট সেখানে আদালতে তোলার পর পাঁচদিনের ট্রানজিট রিমাণ্ডের জন্য আবেদন জানায় ।

আরও পড়ুন: সম্পর্কের টানাপোড়েন, মহিলাকে খুনের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রাম থানার কনস্টেবল

গত শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত যুবক ও নাবালিকাকে নিয়ে নয়াগ্রামে পৌঁছয় পুলিশ । শনিবার ঝাড়গ্রামের এসিজেএম বিচারক সুক্তি সরকারের এজলাসে তোলা হয় অভিযুক্তকে । নাবালিকাকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয় । অভিযুক্ত যুবককে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক (14 days of jail custody) ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.