পুনর্বাসন প্যাকেজ নিয়ে দুর্নীতি, লালগড়ে সরব প্রাক্তন মাওবাদীরা

author img

By

Published : Jul 12, 2021, 3:45 PM IST

former maoists held a meeting at lalgarh against corruption of government rehabilitation package

মাওবাদীদের মূলস্রোতে ফেরাতে পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করেছিল রাজ্য সরকার ৷ কিন্তু সেই প্যাকেজ দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুললেন প্রাক্তন মাওবাদীরা ৷

ঝাড়গ্রাম, 12 জুলাই : মাওবাদী শহিদ সপ্তাহের আগে বৈঠক করলেন প্রাক্তন মাওবাদীরা ৷ সেই বৈঠকের পর সরকারি প্যাকেজ অনুযায়ী চাকরি না পাওয়ায় ক্ষোভ উগরে দিলেন তাঁরা । তাঁদের অভিযোগ, এই ক্ষেত্রেও চাকরি পেতে হলে টাকা দিতে হচ্ছে ৷

আরও পড়ুন : শুভেন্দুর দেহরক্ষীর মৃত্যু তদন্তে এবার সিআইডি

তবে তাঁরা জানালেন যে এই বিষয়ে হাল ছাড়বেন না ৷ বরং দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৷ নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের দাবি তাঁরা তুলে ধরতে চান ৷ তাই রবিবার তাঁরা বৈঠক করেন ৷ ওই বৈঠক হয় লালগড়ের ঝাঁটিবনি মাঠে ৷ সেখানে বিনপুর ও লালগড় থানা এলাকার একাধিক প্রাক্তন মাওবাদী উপস্থিত ছিলেন ।

তার মধ্যে কিষেনজির ছায়াসঙ্গী থেকে শশধর মাহাতোর স্কোয়াডের গুরুত্বপূর্ণ প্রাক্তন সদস্যরাও উপস্থিত ছিলেন । তাঁদের বিরুদ্ধে খুন, অস্ত্র আইন-সহ বেআইনি কার্যকলাপের একাধিক অভিযোগ রয়েছে । তাঁরা জেলও খেটেছেন ।

আরও পড়ুন : মহিলাদের কটূক্তি করায় বিক্ষোভ, ভয়ে জলের ট্যাংকের উপরে 5 শ্রমিক

প্রাক্তন এক মাওবাদী জানালেন, মুখ্যমন্ত্রী তাঁদের মূলস্রোতে ফিরে আসার জন্য চাকরির প্যাকেজ ঘোষণা করেছিলেন । কিন্তু যিনি কোনও দিন জেল খাটেননি, তাঁকেও ওই প্যাকেজে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে । আমরা সমস্ত কাগজপত্র থানায় ও ডিআইবিতে জমা দিয়েছিলেন ৷ কিন্তু বাস্তবে কোনও সুরাহা হয়নি । সেই কারণে তাঁরা এই বৈঠক ডাকেন ৷

লালগড়ে প্রাক্তন মাওবাদীদের বৈঠক

তিনি জানান যে সেখানে সিদ্ধান্ত হয় যে তাঁরা প্রথমে ঝাড়গ্রামের বিধায়ক বীরবাহা হাঁসদার কাছে যাবেন ৷ বিধায়ককে নিজেদের সমস্যার কথা জানাবেন ৷ সেখানেও কোনও সুরাহা না হলে তাঁরা নবান্ন যাবেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরো বিষয়টি জানাবেন ।

আরও পড়ুন : বনগাঁয় বিজেপির বৈঠকে গরহাজির 3 বিধায়ক, গোষ্ঠীদ্বন্দ্ব দেখছে তৃণমূল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.