Elephant Attack in Jhargram : ঝাড়গ্রামে ফের হাতির হানায় মৃত্যু প্রৌঢ়ার

author img

By

Published : Apr 27, 2022, 1:46 PM IST

Jhargram Elephant Attack News

হাতির হানায় মৃত্য়ু হল এক প্রৌঢ়ার (Jhargram Elephant Attack) ৷ ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিটের ছোটচাঁদাবিলা এলাকার ৷ মৃতার নাম রেখা মাহাতো ৷

ঝাড়গ্রাম, 27 এপ্রিল : ফের হাতির হানায় মৃত্যু এক প্রৌঢ়ার (Jhargram Elephant Attack) । ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিটের ছোটচাঁদাবিলা এলাকার ঘটনা । মৃত প্রৌঢ়ার নাম রেখা মাহাতো (52) ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে প্রাতঃকর্ম করার জন্য জঙ্গলে গিয়েছিলেন রেখা মাহাতো । সেই সময় জঙ্গলে থাকা হাতির সামনে পড়ে যান তিনি । হাতি শুঁড়ে তুলে আছাড় মারে তাঁকে । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর । বিষয়টি জানাজানি হতেই রেখা মাহাতোকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় ।

আরও পড়ুন : বুনো হাতির তাণ্ডবে ভাঙল ঘরবাড়ি, অল্পের জন্য প্রাণরক্ষা তিন পরিবারের

প্রসঙ্গত, ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যুর সংখ্যা বাড়ছে । ঝাড়গ্রাম বনবিভাগের জঙ্গলগুলিতে হাতি প্রায় সারা বছরই রয়েছে । যার ফলে সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি মানুষের প্রাণ যাচ্ছে হাতির হানায় । বনদফতর সূত্রে জানা গিয়েছে, জেলায় মোট 18টি হাতি রয়েছে । ঝাড়গ্রাম রেঞ্জে দু'টি, লোধাশুলি রেঞ্জের 13টি, জামবনি রেঞ্জে দু'টি ও গিধনি রেঞ্জে একটি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.