WB Forest Department Initiative: বনদফতরের উদ্যোগে জঙ্গলে চালু হচ্ছে রাত্রিবাস, তৈরি হচ্ছে 40টি ওয়াচ টাওয়ার

author img

By

Published : Mar 16, 2023, 8:20 PM IST

Etv Bharat

বনদফতরের দারুণ উদ্যোগ (WB Forest Department took new Initiative) ৷ সুন্দরবন এবং উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গলে তৈরি হয়েছে 40টি ওয়াচ টাওয়ার ৷ সেখানেই এবার থেকে মিলবে রাত্রিবাসের সুযোগ ৷

জলপাইগুড়ি, 16 মার্চ: ভিনরাজ্যের ধাঁচে এবার এ রাজ্যের পর্যটকরাও জঙ্গলের মাঝে রাত্রিবাস করতে পারবেন। সৌজন্যে রাজ্য বন দফতর (WB Forest Department) ৷ সুন্দরবন ও উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গলে 40টি ওয়াচ টাওয়ারে পর্যটকদের থাকার ব্যবস্থা করা হচ্ছে বলে জানালেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । জঙ্গলের মাঝে থাকা এই ওয়াচ টাওয়ারে পর্যটকরা থাকতে পারবেন । আগামী দু'এক মাসের মধ্যে রাজ্যের বিভিন্ন বনাঞ্চলের কোর এলাকায় অবস্থিত ওয়াচ টাওয়ারে পর্যটকরা রাত কাটানোর সুযোগ পাবেন বলে জানা গিয়েছে । এতদিন পর্যটকরা জঙ্গলের বাংলোতে রাত্রিবাস এবং সেখানে আদিবাসী নৃত্য বা হাতির পিঠে করে জঙ্গল সাফারির সুযোগ পেতেন ।

জাতীয় উদ্যান ও বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর এলাকায় যেখানে ওয়াচ টাওয়ার আছে বা যেখানে বনকর্মীদের রাত্রিবাসের জায়গা আছে সেখানে পর্যটকরা শর্তসাপেক্ষে থাকতে পারবেন এবার। অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে যারা ভালোবাসেন তাঁরা এই সুযোগ পেতে পারেন । যারা জঙ্গলের ভেতরে বন্যপ্রাণী ও পাখিদের ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এটি অত্যন্ত লোভনীয় সুযোগ বলেই মনে করছে বনবিভাগ। তবে জঙ্গলের ভিতরে যারা রাত্রিবাস করবেন তাঁদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে । অন্যথায় কড়া পদক্ষেপ নেবে বনবিভাগ। শুধু তাই নয়, জরিমানাও করা হতে পারে বলে জানা গিয়েছে ।

বন দফতর সূত্রে খবর, জঙ্গলের এই অ্যাডভেঞ্চার ট্যুরিজমে যারা রাত্রিবাস করবেন তাঁরা জঙ্গলের ভিতরে কোনওরকম খাবার নিয়ে যেতে পারবেন না, ওয়াচ-টাওয়ারে থাকাকালীন কোনও শব্দ করা যাবে না যাতে করে বন্যপ্রাণীদের সমস্যা হয় । নেশার সামগ্রী নেওয়া বা নেশা করা যাবে না । বনবিভাগের ওয়াচটাওয়ারের দায়িত্বে যে সকল বনকর্মীরা থাকবেন তাঁদের তৈরি খাবারই পর্যটকদের খেতে হবে । এর জন্য অতিরিক্ত টাকা দিতে হবে । জঙ্গলের ওয়াচ-টাওয়ারে থাকার জন্য কত টাকা ধার্য করা হবে তা এখনও ঠিক হয়নি ।

এই বিষয়ে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন,"আমরা রাজ্যের প্রতিটি বনাঞ্চলে ওয়াচ-টাওয়ারে পর্যটকদের থাকার জন্য ব্যবস্থা করছি । সুন্দরবন, জলদাপাড়া জাতীয় উদ্যান, গরুমারা জাতীয় উদ্যান, বক্সা ব্যাঘ্র প্রকল্পে 40টি ওয়াচ-টাওয়ার করা হচ্ছে । কিছু ওয়াচ টাওয়ার আছে । আর কিছু বানানো হবে । এর মধ্যে যেগুলো খারাপ হয়ে আছে তা সংস্কার করা হচ্ছে । এই ওয়াচ টাওয়ারগুলি পর্যটকদের জন্য খুলে দেওয়া হলে অনেক বিদেশি পর্যটক আসবেন । আমরা ওয়াচ টাওয়ারের নিচে সিকিউরিটি ও খাবার বানানোর ব্যবস্থা করছি ।

আরও পড়ুন : মুহূর্তে স্মৃতি, মাত্র 9 সেকেন্ডেই গুঁড়িয়ে গেল নয়ডার টুইন টাওয়ার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.