Jalpaiguri Theft : মোবাইল, ঘড়ি, টিভি ছেড়ে আলুর বন্ড নিয়ে চম্পট দিল 'বুদ্ধিমান' চোর

Jalpaiguri Theft : মোবাইল, ঘড়ি, টিভি ছেড়ে আলুর বন্ড নিয়ে চম্পট দিল 'বুদ্ধিমান' চোর
জলপাইগুড়ির এক চোরের কাণ্ড শুনে সব্বাই অবাক হয়ে গেল ৷ সোনা ও টাকা-পয়সার পাশাপাশি আলুর বন্ড নিয়ে চম্পট দিল চোর ৷ তাও ভাল করে পড়ে দেখে নিয়ে ৷ চোরের এই চালাকিতে সবাই হতম্ভব ! অথচ মোবাইল, নতুন ঘড়ি, টিভি কিছুই নিল না (Jalpaiguri Theft) ৷
জলপাইগুড়ি, 12 মে : বাড়িতে না-থাকার সুযোগে জানালা ভেঙে ঢোকে চোর। সোনার অলঙ্কার-সহ আলুর বন্ড নিয়ে পালিয়ে গেল চোর (Jalpaiguri Theft) । কী কাণ্ড একবার ভাবুন! আলুর বন্ড নিয়ে পালাল ! অবশ্য আলুর যা দাম তাতে সে চুরির তালিকায় গহনা ও টাকা রাখার পাশাপাশি আলুর বন্ডকে রেখেছে 'বুদ্ধিমান' চোর ৷ এমন ঘটনায় হতবাক এলাকাবাসীরা। জলপাইগুড়ি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের রাজবাড়িপাড়া এলাকার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মাথাভাঙ্গা পাখিহাগা জুনিয়র হাইস্কুলে শিক্ষকতা করেন বাড়ির মালিক ভক্তিভুষণ রায়। তাঁর স্ত্রী জলপাইগুড়ি দেবনগর কুমুদিনী হাইস্কুলের শিক্ষিকা মনিমা রায় ৷ ছেলে-মেয়েকে নিয়ে রাজবাড়িপাড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন তাঁরা ৷ বাড়িতে না-থাকার সুযোগে চোর চুরি করে পালিয়েছে। চুরির ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ।
মনিমা দেবী বলেন, "গত পরশু অর্থাৎ মঙ্গলবার জলপাইগুড়ির দেওয়ানগঞ্জে শ্বশুড়বাড়িতে যাই। সেখানে এক অনুষ্ঠান ছিল ৷ ছেলের অনলাইন ক্লাস থাকায় তাড়াতাড়ি চলে আসতে হয় ৷" তিনি আরও বলেন, "বুধবার সকালে বাড়িতে এসে দেখি বাড়ির ঘরের জানালা খোলা। ঘরের প্রতিটা আলমারি তছনছ করা। ছেলে, মেয়ের অন্নপ্রাশনের সোনার গহনা যা ছিল তা নিয়ে চলে গিয়েছে। এছাড়া নগদ 15 হাজার টাকা ও আলুর বন্ড নিয়ে পালিয়েছে। বাড়িতে থাকা মোবাইল, নতুন ঘড়ি, টিভি কিছুই নেয়নি।"
আরও পড়ুন : নেশাড়ু তস্কর ! চুরি করতে এসে গৃহস্থের মদ খেয়ে পালাল চোর
এ কী তাজ্জব ব্যাপার ! সাধারণত টাকা, গহনায় চোর-ডাকাত নিয়ে পালায় কিন্তু তা বলে আলুর বন্ড ৷ চোর অতিচালাক ৷ আলুর দাম যেভাবে বেড়ে চলেছে সেই জায়গায় আলুর বন্ড নিয়ে পালিয়ে যাওয়াটা সে উপযুক্ত মনে করেছে ৷ মনিমা দেবীর দাবি, চোর শিক্ষিত কারণ আলুর বন্ডের কাগজ বিষয়ে সে অবশ্যই অবগত ও সে লেখাপড়া জানে ৷ তাই তো চোর সেটা পড়ে নিয়ে চলে গেল। কোতয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার বলেন, "এখনও আমাদের কাছে কোনও অভিযোগ জমা পরেনি। পুলিশ তদন্তে গিয়েছিল।
