Jalpaiguri Children in Fever : করোনা রিপোর্ট নেগেটিভ, জলপাইগুড়িতে জ্বরে অসুস্থ বাচ্চাদের পর্যবেক্ষণে মনিটরিং দল গঠন

author img

By

Published : Sep 16, 2021, 2:44 PM IST

উত্তরবঙ্গের জন স্বাস্থ্য বিভাগের ওএসডি

জলপাইগুড়িতে বহু বাচ্চা জ্বরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৷ এতে আতঙ্কিত অভিভাবকরা ৷ মঙ্গলবার শিশুদের জ্বরের কারণ জানতে তাদের সোয়াবের নমুনা পাঠানো হয়েছিল কলকাতায় ৷ সেই রিপোর্ট এল ৷ রিপোর্টে বিশেষ কিছু ধরা পড়েনি বলে আশ্বস্ত করলেন ওএসডি ৷

জলপাইগুড়ি, 16 সেপ্টেম্বর : কলকাতায় পাঠানো সোয়াব নমুনার পরীক্ষার রিপোর্ট এল জলপাইগুড়িতে । জ্বরে আক্রান্ত 10 জন শিশুর মধ্যে 3 জন শিশুর শরীরে সোয়াবের রিপোর্টে আরএসবি এবং অন্য 3 জনের ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে । আর ২ জনের সোয়াব নিম্নমানের থাকায় টেস্ট করা যায়নি । অন্যদিকে চিকিৎসাধীন শিশুদের মনিটরিংয়ের জন্য 7 জনের বিশেষ দল গঠন করল জেলা স্বাস্থ্য দফতর।

উত্তরবঙ্গের স্বাস্থ্য বিভাগের ওএসডি (Officer on Special Duty) ডাঃ সুশান্ত রায় জানান, ভয়ের কোনও কারণ নেই । কলকাতায় স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে (School of Tropical Medicine) 10 জন শিশুর সোয়াব নমুনা পাঠানো হয়েছিল বিভিন্ন রকমের ভাইরাল পরীক্ষার জন্য ৷ আরটিপিসিআর, টাইফাস, ইনফ্লুয়েঞ্জা বি, ইনফ্লুয়েঞ্জা ডি আরও বহু রকমের পরীক্ষা করা হয়েছে ৷ এতে 3 জনের আরএসবি, অন্য 3 জনের ইনফ্লুয়েঞ্জা বি-এর সংক্রমণ ধরা পড়লেও বাকিদের রিপোর্ট নেগেটিভ এসেছে ৷

আরও পড়ুন : Fever in Children : জলপাইগুড়িতে একসঙ্গে 130 শিশুর জ্বর, নমুনা যাচ্ছে কলকাতায়

তিনি জানিয়েছেন, একটা পর্যবেক্ষণ দল সারাক্ষণ নজর রাখছে অসুস্থ শিশুদের শারীরিক পরিস্থিতির উপর ৷ সুপারেনটেন্ডেন্টও দু'বেলা যাতায়াত করছেন ৷ তাও একটি বিশেষ মনিটরিং দল তৈরি করা হয়েছে ৷ সেখানে 2 জন পেডিট্রিশিয়ান, একজন নার্সিং সুপার, 2 জন বায়োকেমিস্ট্রির ডাক্তার, একজন প্যাথোলজিস্ট, একজন অ্যাসিস্ট্যান্ট সুপার রাখা হয়েছে । তাঁরা অনবরত এই বাচ্চাদের শারীরিক অবস্থা দেখাশোনা করছেন । রিপোর্ট আসার পরেও ওই 6 জন বাচ্চার ইনফ্লুয়েঞ্জার চিকিৎসার মতোই চিকিৎসা করা হবে বলে জানিয়েছেন তিনি ।

তাঁর মতে এই জ্বর হাঁচি, কাশি থেকে হয়েছে । কোনও শিশুর এই ধরনের উপসর্গ দেখা দিলে বাড়িতে শিশুদের আলাদা করে রাখার পরামর্শ দিয়েছেন ওএসডি । এই শিশুদের উপসর্গ অনুযায়ী চিকিৎসা করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.